ভাইরাল দুটি সাপের ভিডিও পোস্ট করে প্রচলিত ধারনা শুধরে দিলেন আধিকারিক, দেখেনিন সেই জনপ্রিয় ভিডিও

দুটি সাপের ভিডিও রীতিমত মন কাড়ল নেটিজেনদের 
ভিডিওটি শেয়ার করলেন বনবিভাগের আধিকারিক
ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই মন কাড়ে নেটিজেনদের 

Asianet News Bangla | Published : Jul 31, 2020 2:34 PM IST

জল আর স্থল দাপিয়ে বেড়াচ্ছে দুটি সাপ। মাত্র ৪২ সেকেন্ডের ভিডিওটি রীতিমত মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। শেয়ার করার পরই পছন্দ করতে শুরু করছেন নেটিজিনরা। 

দুটি সাপে র ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। ভিডিওটিতে তিনি লিখেছেন দুটি পুরুষ সাপ মারামারি করছে। নিজেদের এলাকা দখল আর সঙ্গীদের সুরক্ষার জন্য়। ভিডিওটিতে দেখা গেছে দুটি সাপ প্রথমে জলে লড়াই করছিল। তারপরে তারা চলে আসে স্থলে। সেখানেও থামেনি লড়াই।  সুশান্ত নন্দা বলেছেন কোনও বিজ্ঞাপণ ছাড়াই এই ক্লিপটি দেখুন। 

চর ঘণ্টার বৈঠকে 'আনটোল্ড' মনমোহন, কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকেই প্রকট দলীয় নেতৃত্বের বিবাদ
ভিডিওটি শেয়ার করার পর অনেকেই রিট্যুইট করেন। অনেকেই আবার মন্তব্য করেন। বেশ কয়েকজন বলেছিলেন তাঁরা এজাতীয়  দৃশ্য আগেও দেখেছেন। তাঁরা জানতেন দুটি শাপ সঙ্গমের সময় এমন করে। তাঁদের ভুল শুধরে দিয়েছেন আধিকারিক। তিনি বলেছেন এটি ভুল ধারনা। 

Share this article
click me!