মোদীর বক্তব্যে বিজেপি-র প্রকল্প, 'ইন্ডিয়া', কংগ্রেস আছে, মণিপুর কোথায়? কটাক্ষ তৃণমূলের

Published : Aug 10, 2023, 06:50 PM ISTUpdated : Aug 10, 2023, 07:28 PM IST
pm modi

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন। পাল্টা আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।

অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আলোচনায় যোগ দিয়ে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেস-সহ বিরোধী দলগুলিতে তীব্র কটাক্ষ করলেন। ছত্রে ছত্রে আক্রমণ করলেন 'ইন্ডিয়া' জোটকে। কিন্তু মণিপুর বা হরিয়ানার হিংসা নিয়ে কোনও মন্তব্য় করলেন না। এটা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। ট্যুইটে কটাক্ষ করা হয়েছে, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ ঘণ্টায় বিজেপি-র বিভিন্ন প্রকল্প, ইন্ডিয়া জোট, কংগ্রেস নিয়ে কথা বলেছেন। মণিপুর কোথায়? আপনি কি মণিপুর নিয়ে কিছু বলবেন?' এদিনের বক্তব্যে বাংলা নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই তাঁকে পাল্টা আক্রমণ করল রাজ্যের শাসক দল।

এদিন বক্তব্যের ছত্রে-ছত্রে নরমে-গরমে বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি নাম না করে জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, রাহুল গান্ধীকে আক্রমণ করেন। পরিবারতন্ত্র, বিলাসিতা, দুর্নীতি নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০১৯ সালে আমরা যখন জনতার কাছে গিয়েছিলাম, তখন তাঁরা বিরোধীদের প্রতি অনাস্থা প্রদর্শন করেছিলেন। এনডিএ ও বিজেপি ২০১৪ সালের চেয়েও বেশি ভোট পেয়েছিল। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব আমাদের পক্ষে ভালো। ২০১৮ সালে তাঁরা যখন অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন, তখন আমি বলেছিলাম, এটা আমাদের জন্য নয়, ওঁদের জন্য পরীক্ষা। দেশের সামর্থ্যের উপর বিরোধীদের ভরসা নেই। ২০২৮ সালে তাঁরা আবার যখন অনাস্থা প্রস্তাব আনবেন, ততদিনে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।’

 

 

বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দেশের মানুষ বারবার আমাদের উপর আস্থা রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয়, ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে। বিরোধীদের ভোট দিয়েছেন মানুষ। অথচ তাঁরা মানুষের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। অনাস্থা প্রস্তাবের জন্য বিরোধীরা একজোট হয়েছে। বিরোধীরা ফিল্ডিং সাজিয়েছে আর আমরা জিতছি। আমরা শতরান করে চলেছি আর বিরোধীরা একের পর এক নো-বল করছে। আপনারা কেন তৈরি হয়ে আসেন না? আপনাদের তৈরি হওয়ার জন্য ৫ বছর ছিল। কিন্তু আপনারা তৈরি হতে পারলেন না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেশের যুব সমাজকে দুর্নীতিমুক্ত সরকার দিয়েছি। সাফল্য পাওয়ার সুযোগ দিয়েছি। আমরা দেশকে সারা বিশ্বে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছি। সারা বিশ্ব ভারতের সাফল্য, সম্ভাবনা দেখতে পাচ্ছে। কিন্তু কিছু মানুষ এখনও ভারতের ভাবমূর্তির ক্ষতি করতে চায়। বেঙ্গালুরুতে ইউপিএ-র শেষকৃত্য সম্পন্ন করেছেন আপনারা। আমার সমবেদনা জানানো উচিত ছিল। কিন্তু আপনারা পুরনো গাড়ি রং করে নতুন গাড়িতে পরিণত করার আনন্দ উদযাপন করছিলেন।’

আরও পড়ুন-

মণিপুরের সঙ্গে রয়েছে গোটা দেশ-পাশে রয়েছে কেন্দ্র, লোকসভায় জবাবি ভাষণে আশ্বাস নরেন্দ্র মোদীর

অনাস্থা প্রস্তাব সরকারের নয়, বিরোধীদের জন্য ফ্লোর টেস্ট- লোকসভায় দাপুটে ব্যাটিং নরেন্দ্র মোদীর

No Confidence Motion : রাহুলের পরিবর্তে মোদী সরকারের ওপর অনাস্থা প্রস্তাব আনলেন গৌরব গগৈ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo