যোগীর ভাবমূর্তিতে আঘাত, গ্রেফতার হলেন বেসরকারি চ্যানেলের দুই মাথা

  • ঘটনার সত্যতা যাচাই না করে অনুষ্ঠানটি সম্প্রচার
  • এই কারণেই গ্রেফতার করা হয়েছেন চ্যানেলের প্রধান ও সম্পাদককে
  • অভিযোগ, এই চ্যানেলের সম্প্রচারযোগ্য বৈধ লাইসেন্সও ছিল না। 
arka deb | Published : Jun 9, 2019 4:40 PM / Updated: Jun 09 2019, 05:30 PM IST

নিজের ফেসবুকে এবং টুইটারে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে গত ৬ জুন আপত্তিকর পোস্ট করেছেন, তাই গ্রেফতার হয়েছিলেন প্রশান্ত জগদীশ কানোরিয়া। লক্ষ্ণৌ অঞ্চলের হজরতগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাব-ইন্সপেক্টর অশোক গুপ্ত। কয়েক ঘণ্টার মধ্যেই, যে নিউজ চ্যানেলটি ৬ জুন এই অনুষ্ঠান সম্প্রচার করেছিল তাঁর শীর্ষকর্তাদেরও গ্রেফতার করা হল। 

গৌতম বুদ্ধ নগরের এক বরিষ্ঠ পুলিশ আধিকারিকের মতে, এক রাজনৈতিক দলে কর্মী সমর্থকদের অভিযোগের ভিত্তিতে এই চ্যানেলের কর্তৃপক্ষকে গ্রেফতার করা হয়েছিল। ঠিক কী দেখানো হয়েছিল ওই চ্য়ানেলে?

Latest Videos

সূত্রের খবর, এক বেসরকারি চ্য়ানেলে হেমা সাক্সেনা নামক এক মহিলা দাবি করেন। যোগীর সঙ্গে তাঁর ভিডিও কনফারেন্সিং-এ কথা হয়। তিনি বলেন, যোগী আদিত্যনাথের সঙ্গেই তিনি তাঁর গোটা জীবন কাটাতে চান। 

ঘটনার সত্যতা যাচাই না করে এই অনুষ্ঠানটি সম্প্রচার করার কারণেই গ্রেফতার করা হয়েছেন চ্যানেলের প্রধান ও সম্পাদককে। অভিযোগ, এই চ্যানেলের সম্প্রচারযোগ্য বৈধ লাইসেন্সও ছিল না। প্রসঙ্গত এই খবরটি শেয়ার করার দায়ে নিজের অরবিন্দনগরের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন আইআইএমসির প্রাক্তনী প্রশান্ত জগদীশ কনৌরিয়াও। তিনি ওই ভিডিওটি নিজের ওয়ালে মন্তব্য সহ পোস্ট করেন। লক্ষ্ণৌ পুলিশের সাইবার সেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে স্বাধীন সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি। 

তার পরেই সোজাসুজি চ্যানেলের মাথাদের গ্রেফতারি। তাঁদের বিরুদ্ধে ৪০২ ও ৪৬৭ নং ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্য দিকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে প্রশান্তর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ৪৯৯ নং ধারায়।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury