Maharashtra Election 2024: দুরন্ত ফল বিজেপির! বেজায় চাপে শরীকরাও, মুখ্যমন্ত্রী কি ফড়নবিস?

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024) দুর্দান্ত ফল এনডিএ (NDA) জোটের।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Election 2024) দুর্দান্ত ফল এনডিএ (NDA) জোটের। কার্যত, ধূলিসাৎ হয়ে গেলেন বিরোধীরা।

কিন্তু এই বড় জয়ের মাঝেও যথেষ্ট চাপ অনুভব করছে বিজেপি শরিকরা। কারণ, এখনও পর্যন্ত বিজেপি একাই এগিয়ে রয়েছে প্রায় ১২৭টি আসনে। কমবেশি হলেও এই ট্রেন্ড যদি শেষপর্যন্ত বজায় থাকে, তাহলে শিবসেনার শিণ্ডে শিবির এবং এনসিপির অজিত পওয়ার শিবিরকে নানা অঙ্কের মধ্যে দিয়ে যেতে হবে।

Latest Videos

এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী, শিণ্ডে শিবির এগিয়ে আছে ৫৬টি আসনে। অন্যদিকে, পওয়ার শিবির ৩৮ আসনে এগিয়ে রয়েছে। সেই হিসেবে তাদের পারফরম্যান্স বেশ ভালোই। কিন্তু তবুও যেন তাদের কপালে চিন্তার ভাঁজ। গতবার বিজেপি পেয়েছিল ১০৫টি আসন। সরকার গড়ার জন্য ‘ম্যাজিক ফিগার’ ১৪৫ আসন ছুঁতে তাদের দরকার ছিল আরও ৪০টি আসন।

আর ঠিক সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন একনাথ শিণ্ডে। তিনি গত ২০২২ সালে শিবসেনা থেকে বেরিয়ে আসেন তাঁর অনুগামী মোট ৪১জন বিধায়ককে নিয়ে। স্বাভাবিকভাবে তাঁকেই দিতে হয় মুখ্যমন্ত্রীর আসন। পরে অবশ্য এনসিপি শিবিরে ভাঙন ধরিয়ে ‘মহাজুটি’-র অংশ হয়ে ওঠে অজিত পওয়ার শিবির।

এমনিতেই শনিবার, একনাথ শিণ্ডেকে ঘিরে কার্যত উৎসবের আবহ দেখা যায়। তাঁর কথায়, “আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাতে চাই। এটা বিপুল জয়। আমি আগেই বলেছিলাম যে, মহাজুটি দুরন্ত জয় পাবে। সমাজের সব অংশকে ধন্যবাদ জানাই আমরা। মহাজুটির সমস্ত কর্মীকেও ধন্যবাদ জানাচ্ছি।”

তাঁর শরীরী ভাষাই যেন বলে দিচ্ছে জয়ীর গৌরব কোনমাত্রায় গিয়ে পৌঁছেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর