Salary Hike: সরকারি কর্মীদের বেতন বাড়ছে হুহু করে, সুখবর নিয়ে সামনে এল নতুন আপডেট

Published : Feb 22, 2025, 12:36 PM IST

সরকারি কর্মীদের জন্য নতুন বছরের প্রথম থেকেই সুখবর আসছে। কেন্দ্রীয় সরসকার অষ্ঠম বেতন কমিশনের সুপারিশ করেছে। 

PREV
110
সরকারি কর্মীদের জন্য সুখবর!

সরকারি কর্মীদের জন্য নতুন বছরের প্রথম থেকেই সুখবর আসছে। কেন্দ্রীয় সরসকার অষ্ঠম বেতন কমিশনের সুপারিশ করেছে।

210
বেতন বাড়া নিশ্চিত

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়া প্রায় নিশ্চিত। তা এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ অষ্টম বেতন কমিশনে বড় সুপারিশ থাকবে বলেই আশা।

310
উপকৃত

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে দেশের প্রায় ১ কোটিরও বেশি সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবে। দেশে পেনশন ভোগীর সংখ্যা ৬৫ লক্ষের ওপর। সরকারি কর্মীর সংখ্যা ৪৯ লক্ষ।

410
ফিটমেন্ট ফ্যাফিটমেন্ট ফ্যাক্টর

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুমান এবার ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করতে পারে সরকার।

510
বেতন হবে

২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হয়, সেক্ষেত্রে সরকারি কর্মীদের নূন্যতম মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সোজা ৫১,৪৮০ টাকা হতে পারে। সেই সঙ্গেই নূন্যতম পেনশন ৯০০০ টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকা হয়ে যেতে পারে।

610
কমিশন গঠন

আগামী ২-৫ মাসের মধ্যেই কমিশন গঠন করা হতে পরে। অতীতেও দেখা গিয়েছে কমিশনের সুপারিশের মাত্র ২-৫ মাসের মধ্যেই কমিশন গঠন করা হয়।

710
সপ্তম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। কমিটি গঠিত হয় ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

810
অষ্টম বেতন কমিশন লাগু

মনে করা হচ্ছে আগামী বছর ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে।

910
বেতন কমিশন গুরুত্বপূর্ণ

কেন্দ্র বা রাজ্য দুই সরকারি কর্মীদের কাছেই বেতন কমিশন গুরুত্বপূর্ণ। কারণ কমিশনের মাধ্যেই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধেগুলি নির্ধারণ করা হয়ে থাকে।

1010
রাজ্যে লাগু ষষ্ঠ বেতন কমিশন

এই রাজ্যের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও অন্যান্য সুযোগসুবিধেগুলি পেয়ে থাাকেন।

click me!

Recommended Stories