মহিলাদের টয়লেটে গোপনে উঁকি মারছিল যুবক! চাঞ্চলক্যকর ঘটনা জানলে চমকে যাবেন

Published : Apr 28, 2025, 11:51 AM IST
মহিলাদের টয়লেটে গোপনে উঁকি মারছিল যুবক! চাঞ্চলক্যকর ঘটনা জানলে চমকে যাবেন

সংক্ষিপ্ত

পুণে : পুণের বিমাননগর এলাকায় একটি বেসরকারি কোম্পানির মহিলাদের টয়লেটে এক ২৫ বছর বয়সী যুবক উঁকি মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুণে সংবাদ : পুণের বিমাননগর এলাকায় একটি বেসরকারি কোম্পানির মহিলাদের টয়লেটে এক ২৫ বছর বয়সী যুবক উঁকি মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় টয়লেটে ঢোকার পর এক তরুণী চিৎকার করলে কোম্পানির কর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

কী ঘটেছিল?

অনিল  নামের এক ব্যক্তি মহিলাদের টয়লেটে উঁকি মারছিল। অভিযোগকারী তরুণী জানিয়েছেন, কোম্পানির টয়লেটে যাওয়ার সময় সেখানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা অনিলটয়লেটে উঁকি মারছিল। সেই সময় টয়লেটের লাইট বন্ধ ছিল। এই সুযোগেই অনিল সেখানে লুকিয়ে ছিল।

টয়লেটে ঢোকার পর লাইট জ্বালালে অভিযুক্তকে চুরি করে দেখতে দেখা যায়। এরপর তরুণী চিৎকার করে কর্মীদের ডেকে আনে। কর্মীরা অনিলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তিন-চার মাস আগেই অনিল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দিয়েছিল। এই ঘটনায় অনিলের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!