পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগিও ছিলেন এই প্রতিযোগিতায়। তাঁরা অবশ্য পেয়েছেন ১ লক্ষ টাকা করে। চতুর্থবর্ষের জয়ী হলেন পূজা।
510
চাইলে এই প্রতিযোগিতাকে আপনিও নাম দিতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে মানতে হবে কতগুলি শর্ত।
610
প্রতিযোতিয়ায় নাম দেওয়ার প্রথম শর্তই হল প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ হতেই হবে। পাশাপাশি এই প্রতিযোগিতায় মাত্র একবারই অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্রে কোনও জায়গা ফাঁকা থাকলে আবেদন বাতিল হয়ে যাবে।
710
আবেদনকারীদের মেসেজ, ইমেল,ফোন করে সমস্ত আপডেট দেওয়া হবে। সংস্থার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা মহিলা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে না।
810
ভারতীয়দের মধ্যে ঘুমের ঘাটতি রয়েছে। আর সেই দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এজাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদে কন্টাক্টলেস ট্র্যাকার দেওয়া হয়। তাগের ঘুমের মান পর্যবেক্ষণ করার জন্য অয়েকফিট গদি দেওয়া হয়।
910
প্রতিযোগিতা ঘুমের কর্মশালা আর বিশ্রামের অভ্যাগ উন্নত করার জন্য একাধিক চ্যালেঞ্জ নিয়েছিল।
1010
মূল পরীক্ষা ছিল বেশ কঠিন। সেখানে প্রতিযোগীদের চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, ঘড়িতে অ্যালার্ম দেওয়া আর ধারাবাহিকতা আর শৃঙ্খলা মূল্যায়ণ করা হয়েছে। তাতেই প্রথম হয়ে চমকে দিয়েছেন পূজা।