ঘুমিয়ে ঘুমিয়ে ৯ লক্ষ টাকা জিতে নিলেন পুণের তরুণী, চাইলে আপনিও নিতে পারেন এই সুযোগ

Published : Jul 06, 2025, 05:38 PM ISTUpdated : Jul 06, 2025, 05:46 PM IST

প্রত্যেক বছরই দেশজুড়ে স্লিপ ইন্টার্নশিপ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে ওয়েক ফিট নামের একটি সংস্থা। এবার সেই সংস্থার জয়ী হলে পূজা মাধবওবহাল। 

PREV
110

শ্রেফ ঘুমিয়ে ঘুমেই ইউপিএসপি পরীক্ষার্থী পুজা মাধবওবহাল জিতে নিল ৯ লক্ষ টাকা।

210

শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। পূজা একটি ঘুমের প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। সেখান থেকেই তাঁর এই অর্থপ্রাপ্তি।

310

প্রত্যেক বছরই দেশজুড়ে স্লিপ ইন্টার্নশিপ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে ওয়েক ফিট নামের একটি সংস্থা। এবার সেই সংস্থার জয়ী হলে পূজা মাধবওবহাল।

410

পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগিও ছিলেন এই প্রতিযোগিতায়। তাঁরা অবশ্য পেয়েছেন ১ লক্ষ টাকা করে। চতুর্থবর্ষের জয়ী হলেন পূজা।

510

চাইলে এই প্রতিযোগিতাকে আপনিও নাম দিতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে মানতে হবে কতগুলি শর্ত।

610

প্রতিযোতিয়ায় নাম দেওয়ার প্রথম শর্তই হল প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ হতেই হবে। পাশাপাশি এই প্রতিযোগিতায় মাত্র একবারই অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্রে কোনও জায়গা ফাঁকা থাকলে আবেদন বাতিল হয়ে যাবে।

710

আবেদনকারীদের মেসেজ, ইমেল,ফোন করে সমস্ত আপডেট দেওয়া হবে। সংস্থার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা মহিলা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে না।

810

ভারতীয়দের মধ্যে ঘুমের ঘাটতি রয়েছে। আর সেই দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এজাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে এই প্রতিযোগিতায় প্রতিযোগীদে কন্টাক্টলেস ট্র্যাকার দেওয়া হয়। তাগের ঘুমের মান পর্যবেক্ষণ করার জন্য অয়েকফিট গদি দেওয়া হয়।

910

প্রতিযোগিতা ঘুমের কর্মশালা আর বিশ্রামের অভ্যাগ উন্নত করার জন্য একাধিক চ্যালেঞ্জ নিয়েছিল।

1010

মূল পরীক্ষা ছিল বেশ কঠিন। সেখানে প্রতিযোগীদের চোখ বাঁধা অবস্থায় বিছানা তৈরি করা, ঘড়িতে অ্যালার্ম দেওয়া আর ধারাবাহিকতা আর শৃঙ্খলা মূল্যায়ণ করা হয়েছে। তাতেই প্রথম হয়ে চমকে দিয়েছেন পূজা।

Read more Photos on
click me!

Recommended Stories