সোমবার গোটা রাজ্যে বন্ধ থাকবে স্কুল! আচমকা বড় ঘোষণা রাজ্য সরকারের

Published : Jul 06, 2025, 04:31 PM IST

ফের ছুটি ঘোষণা স্কুলগুলিতে। গোটা রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আচমকা ছুটি পেয়ে যাওয়ায় রীতিমত খুশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা। মঙ্গলবার থেকে ফের স্কুল খুলবে বলে জানানো হয়েছে।

PREV
110

স্কুল ছুটির কথা শুনলেই কেবল স্কুল পড়ুয়াদেরই নয়, শিক্ষকদেরও আনন্দ হয়। আর যদি ধারাবাহিক ছুটি হয় তাহলে তো কথাই নেই।

210

গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার পর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে স্কুল শিক্ষা বিভাগ। এতে মোট কার্যদিবস, সরকারি ছুটির দিনের সংখ্যা প্রকাশ করা হয়েছে।

310

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সব শনি ও রবিবার, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মোট ২১০ দিন স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে।

410

সরকারি ছুটি ছাড়াও মন্দির উৎসব, মসজিদ, গির্জার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ছুটি দিতে পারেন। সেদিন স্কুল-কলেজ এবং সরকারি অফিসে ছুটি থাকে।

510

গত জুন মাসে পর্যাপ্ত ছুটি ছিল না। জুন মাসে মাত্র একদিন ছুটি ছিল। তাও আবার বকরি ঈদের ছুটি শনিবার পড়ায় স্কুল পড়ুয়ারা হতাশ হয়েছিল। এই মাসে শনি-রবিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৮ দিন ছুটি ছিল।

610

এই অবস্থায় জুলাই মাস শুরু হয়েছে এবং স্কুল পড়ুয়ারা তিন দিনের ছুটি পাচ্ছে।

710

তামিলনাড়ুর তুতিকোরিন জেলার তিরুচেন্দুর মুরুগান মন্দিরে ১২ বছর পর কুম্ভবিশেক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১ জুলাই থেকে যজ্ঞশালা পূজা শুরু হয়েছে।

810

কুম্ভবিশেক উপলক্ষে তামিলনাড়ু থেকে লক্ষ লক্ষ ভক্তের তিরুচেন্দুরে আগমন আশা করা হচ্ছে। এজন্য প্রস্তুতি নিচ্ছে তামিলনাড়ু সরকার। ভক্তদের সুবিধার্থে ৬০০ টি স্পেশাল বাস এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

910

এই অবস্থায় তিরুচেন্দুর মুরুগান মন্দিরের কুম্ভবিশেক উপলক্ষে আগামীকাল তুতিকোরিন জেলার স্কুল-কলেজে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

1010

এ ব্যাপারে জেলা প্রশাসক ইলম্পাগবত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন: তিরুচেন্দুর মন্দিরের কুম্ভবিশেক উপলক্ষে ৭ জুলাই তুতিকোরিন জেলার স্কুল-কলেজে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories