ঊর্মিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

Published : May 28, 2019, 10:30 AM IST
ঊর্মিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

সংক্ষিপ্ত

ঊর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য  অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হল এফআইআর একাধিক ধারায় রুজু হল মামলা

এবছরের লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীর তালিকায় ছিল তারকার মেলা। কিন্তু এইসব তারকাদের নিয়ে কম কুৎসা রটেনি সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা সুযোগ পেলেই তুলোধনা করতে ছাড়েননি তারকা প্রার্থাদের।

সম্প্রতি কংগ্রেস নেত্রী তথা বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগ ওঠে এক ব্যক্তির ওপর। জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ধনঞ্জয় কুডতারকর। অভিযোগ মহারাষ্ট্র-নিবাসী ওই ব্যক্তি নাকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ঊর্মিলা মাতন্ডকর সম্পর্কে যৌন হেনস্থামুলক মন্তব্য করেছেন। 

এদিন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোড়ন শুরু করলে নড়েচড়ে বসে পুনের বিশ্রাম বাগ থানার পুলিশ। আর এরপর অভিযোগ খতিয়ে দেখে, পুনের বিশ্রাম বাগ থানার পক্ষ থেকে দায়ের করা হয়েছে এফআইআর। জানা গিয়েছে, তার বিরুদ্ধে যৌন হেনস্থামুলক মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ১ (৪) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি