গণনার আগে ফের শিরোনামে মুখ্যমন্ত্রী চান্নি - দুহাতে দোওয়ালেন দুধ, ভিডিও ভাইরাল

পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Elections 2022) ফল প্রকাশের ঠিক একদিন আগে কী করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (CM Charanjit Singh Channi)? তাঁর শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video)। 

বাকি চার রাজ্যের রাজ্যের সঙ্গে সঙ্গে আগামী ১০ মার্চ ফলাফল জানা যাবে পঞ্জাব বিধানসভা নির্বাচনেরও (Punjab Elections 2022)। ফল প্রকাশের ঠিক একদিন আগে, ফের খবরে বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (CM Charanjit Singh Channi)। গত কয়েক সপ্তাহের তীব্র প্রচার পর্বের শেষে, মঙ্গলবার তাঁকে আরও একবার দেখা গেল তাঁর চির পরিচিত 'কমন ম্যান' বা 'সাধারণ মানুষ'এর মেজাজে। রাজনৈতিক মহলের সর্বত্র যখন নির্বাচন নিয়ে আলোচনা চলছে, তখন চান্নি ব্যস্ত থাকলেন ছাগলের দুধ দোওয়াতে। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে। 

এবারের নির্বাচনে তিনি দুটি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পুরানো আসন শ্রী চমকৌর সাহিব (Shri Chamkaur Sahib) তো আছেই, এছাড়াও চান্নি লড়ছেন ভাদৌর (Bhadaur) কেন্দ্র থেকেও। এদিন তাঁকে সেই ভাদৌরেরই ব্যালন গ্রামে দুহাতে ছাগলের দুধ দোওয়াতে দেখা গেল। জানা গিয়েছে, এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাদৌর ও তাপার (Tapa) বাসিন্দাদের ধন্যবাদ জানাতে এবং কংগ্রেস (Congress) দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে বিধানসভা এলাকায় গিয়েছিলেন। ভাদৌর থেকে তাপা যাওয়ার পথে, ব্যালন গ্রামের কাছে ছাগলের পাল চড়তে দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি। এরপরই গাড়ি থেকে নেমে একটি বোতল হাতে নিয়ে নিজেই দুই হাতে ছাগলের দুধ দোওয়াতে থাকেন। ছাগলের মালিক তাঁকে সাহায্য করেন।

Latest Videos

আরও পড়ুন - 'শুধু বিরিয়ানি খাইয়ে হয় না', মোদী সরকারকে বেনজির আক্রমণ মনমোহন সিংয়ের

আরও পড়ুন - 'কংগ্রেসের ফটোকপি আপ', পাঠানকোটে দুই দলের 'পাপলীলা' তুলে ধরলেন মোদী

আরও পড়ুন - পঞ্জাবে এবার পরিবর্তন, সরকার গড়তে চলেছে আপ - কী বলছে বুথ ফেরত সমীক্ষা

নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পদত্যাগের পর, চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করেছিল কংগ্রেস। তাঁকে বরাবরই দলিত মুখ, দরিদ্র ঘরের প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে দল। তিনিও নিজের 'কমন ম্যান' ইমেজই বারবার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন। নির্বাচনী প্রচারের সময়ই রাস্তার ধারে চা পান করা, ধাবাতে বসে কচুরি খাওয়া, রিকশা চালানো, গ্রামের বয়স্কদের সঙ্গে বসে তাস খেলা, কনভয় থামিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করার মতো কাজ করতে দেখা গিয়েছে চান্নিকে। দীপাবলির সময় যখন আতশবাজি নিষিদ্ধ করা হয়, সেই সময় তিনি জানিয়েছিলেন ছোটবেলায় একসময় তিনিও বাজি বিক্রি করতেন। তাই বাজি-পটকার দোকানদারদের কষ্ট তিনি বুঝতে পারেন। একইভাবে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে মঞ্চে তাঁর ভাংড়া নাচার ভিডিও'ও বেশ আলোচিত হয়েছিল। 

তবে, চান্নির মুখ্যমন্ত্রীর চেয়ারে ফেরা, এবার প্রায় অসম্ভব। এবার পঞ্জাবে (Punjab) ক্ষমতা হারাতে পারে কংগ্রেস। প্রথমে সমস্ত জনমত সমীক্ষায়, পরে বুথ ফেরত সমীক্ষাগুলিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, এবার সেই রাজ্যে আম আদমি পার্টির (Aam Admi Party) সরকার গঠন হতে পারে। অন্যদিকে, বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে কংগ্রেসকে। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় সরকার গঠনের জন্য মোট ৫৯টি আসন প্রয়োজন। অধিকাংশ সমীক্ষাই পূর্বাভাস দিয়েছে, এবার পঞ্জাবে ঘটতে চলেছে পরিবর্তন। নতুন কোনও দলকে দেখতে চাইছে রাজ্যবাসী। একক সংখ্যা গরীষ্ঠতা পাবে আপ। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদেও প্রথম পছন্দ হিসাবে উঠে এসেছে আপ দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবৎ সিং মান-এর (Bhagwant Singh Mann) নাম।
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury