'চৌকিদার চোর'-এর পর 'বেচেন্দ্র', নতুন উপাধি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানেন কেন

  • লোকসভা ভোটের প্রচার পর্বে রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন চৌকিদার চোর হ্যায়
  • এবার নরেন্দ্র মোদীকে তিনি নতুন নাম দিলেন বেচেন্দ্র
  • রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির বেসরকারিকরণের প্রতিবাদেই এই নামকরণ
  • সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পর বিপিসিএল-এরও বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে মোদী সরকার

 

লোকসভা ভোটের প্রচার পর্বে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে স্লোগান তুলেছিলেন 'চৌকিদার চোর হ্যায়'। এবার দুই রাজ্যের বিধানসভা নির্বাচন ও বাকি বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনের মুখে নরেন্দ্র মোদীকে নতুন উপাধি দিলেন তিনি। একের পর এক রাষ্ট্রায়ত্ব সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে কটাক্ষ করে প্রদানমন্ত্রীকে এইবার তিনি বললেন 'বেচেন্দ্র'।

বৃহস্পতিবার রাতে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর একটি ব্যঙ্গচিত্র টুইট করেন। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মাথায় ঝাঁকা নিয়ে বেচতে বেরিয়েছেন। প্রথমে বলছে 'এয়ার ইন্ডিয়া লে লো', তারপর 'বিপিসিএল লে লো'। আর শেষ ছবিতে দেখা যাচ্ছে ঝাঁকায় করে ভারতকেই বেচে দিচ্ছেন নরেন্দ্র মোদী।

Latest Videos

এই ব্যঙ্গ চিত্রের সঙ্গে রাহুল লিখেছেন, দেশ যেই সব রাষ্ট্রায়ত্ব, সংস্থাগুলিকে বহু বছরের পরিশ্রমে দাঁড় করিয়েছিল, সেগুলিকে নরেন্দ্র মোদী একের পর এক তাঁর 'স্যুট-বুট' পরা বন্ধুদের মধ্যে ভাগা বাটোয়ারা করে দিচ্ছেন। ফলে এটা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য অনিশ্চয়তা ও ভয়ের সময়। এই সমস্ত লুটপাটের প্রতিবাদে রাহুল সেই সমস্ত কর্মচারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন বলেও জানান।

এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের পর বিপিসিএল-কেও বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রস্থাব দিয়েছে মোদী সরকার। এর প্রতিবাদে বিপিসিএল কর্মীরা ধর্মঘটের পরিকল্পনা করছেন। গত সপ্তাহেই কংগ্রেস অভিয়োগ করেছিল মোদী সরকার সংসদের অনুমোদন ছাড়াই গোপনে বিপিসিএল বেচে দিচ্ছে। এবার বিপিসিএল-এর কর্মীরা রাহুলের 'বেচেন্দ্র' স্লোগান গ্রহণ করেন কি না, সেটাই দেখার।  

 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today