'বিজেপি যা বলে আপনি তই বলেন কেন?', আবারও সাংবাদিককে ধমক রাহুল গান্ধীর - দেখুন ভিডিও

আবারও সাংবাদিককে ধমক দিলেন রাহুল গান্ধী। বিজেপির কথাই কেন জিজ্ঞাসা করছেন তাই বলেন। পাশাপাশি গোটা ঘটনার ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

আবারও রাহুল গান্ধীর নিশানায় সংবাদ মাধ্যম। এবারও বিজেপি ইস্যুতে সাংবাদিককে ধমক দিলেন রাহুল গান্ধী। এদিন দলীয় কার্যালয়ের সামনে দিয়ে হাঁটছিলেন কংগ্রেস নেতা। সেই সময়ই বিজেপির সমালোচনা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করেন এক সাংবাদিক। তখনও মেজাজা হারান রাহুল।

সাংবাদিকের প্রশ্নঃ

Latest Videos

গতকাল, সোমবার সুরাটের আদালতে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় তাঁর সঙ্গে যেমন ছিলেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতারা, তেমনই ছিল প্রচুর কংগ্রেস কর্মীরা । যা নিয়ে বিজেপি গতকাল থেকেই নিশানা করছে রাহুল গান্ধীকে। কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বিজেপি কিরেন রিজিজু বলেছিলেন রাহুল গান্ধী বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরির করার জন্য একটি শিশুসুলভ প্রয়াস করছেন। তিনি আরও বলেছিলেন রাহুল গান্ধী সফল হবেন না। কারণ ভারতীয় বিচারব্যবস্থা চাপের কাছে নতি শিকার করে না। সেই প্রসঙ্গে টেনে এনে এদিন সুরাট ইস্যুতে বিজেপি রাহুল গান্ধীর যা সমালোচনা করেছিল তাই নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিক। তিনি বিজেপির অভিযোগ সম্পর্কে জানতে চেয়েছিলেন। বলেছিলেন সত্যি কি রাহুল বিচারব্যবস্থার ওপর চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

রাহুল উত্তরঃ

সাংবাদিকের এই প্রশ্নের পরই রাহুল গান্ধী রীতিমত কটাক্ষ করেন। তিনি বলেন, 'আপনি সর্বদা বিজেপি যা বলে তা বলেন কেন? প্রতিবারই বিজেপি যা বলছে আপনি সেই একই কথা বলছেন!'এর পরই রাহুল গান্ধী আবারও আদানি ইস্যুতে ফিরে যান। তিনি পাল্টা প্রশ্ন করেন, আদানিজির সেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা যে বিনিয়োগ করা হয়েছে তার আসল মালিক কে? এটা বেনামি বিনিয়োগ বলেও দাবি করেন। তিনি একাদিকবার জানতে চান ২০ হাজার কোটি টাকার মালিক কে।

তবে এখানেই শেষ নয়, গোটা ঘটনার ভিডিও ফুটিজ রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি তিনি আদানি ইস্যুতে মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছেন কেন মোদী এই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন।

 

 

বিজেপির টার্গেটঃ

তবে রাহুল গান্ধীকে আবারও টার্গেট করেছে বিজেপি। বলেছে, অনগ্রসর শ্রেণী ও মিডিয়াকে অপমান করার রাহুল গান্ধীর মানসিকতায় পরিণত হয়েছে। রাহুল গান্ধী এক অহংকারী রাজবংশের বংশধর বলেও মন্তব্য করেছে। বিজেপির মুখপাত্র অনিল বালুনি বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘন ঘন আক্রমণ করার সাহস তিনি তাঁর ঠাকুমার থেকে পেয়েছেন।

মোদী ইস্যুতে রাহুল গান্ধী যেদিন সাংসদ পদ হারান তার পরেই তিনি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁকে ধমক দিয়েছিলেন। বলেছেন বিজেপির হয়ে সেই সাংবাদিক কাজ করছেন। তারপর আবারও এদিন রাহুল গান্ধী আক্রমণ করলেন সাংবাদিককে।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন