শপথ গ্রহণের পর রাহুল গান্ধীর পরবর্তী পদক্ষেপ ঠিক হতে চলেছে- সেই দিকেই তাকিয়েছিলেন, ঠিক তখনই কংগ্রেস দলে তাঁর উত্তরসূরি নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী মন্তব্য করেন যে, দলে তাঁর উত্তরসূরি কে হবেন তা ঠিক করবেন দলই, তিনি নন।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয় যে, তাঁর পর কে হবেন দলের উত্তরসূরি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এই মন্তব্য করেন রাহুল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেস দলের ভরাডুবির দায় মাথায় নিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রাহুল। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়নি। এর পাশাপাশি তাঁকে বলা হয় দলটিকে পুনর্গঠন করতে।
বাড়ছে মৃত্যু মিছিল, ভোজবিলাসে মত্ত বিহারের উপমুখ্যমন্ত্রী
শুধু তাই নয়, এদিন আবারও রাফাল কান্ডে মুখ খোলেন রাহুল। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, রাফাল কান্ডে তিনি তাঁর অবস্থানে অনড় থাকবেন। প্রসঙ্গত এবারের লোকসভায় রাফাল এবং 'চৌকিদার চোর হ্যায়'-কে সম্বল করে প্রচার চালিয়েছিল কংগ্রেস, কিন্তু সেই স্ট্র্যাটেজি যে ধোপে টেকেনি তার প্রমাণ মিলেছে নির্বাচনের ফলাফলে।