
রবিবার ওড়িশার বিমলগড় জেলার টোপাদিহ গ্রামের কাছে রেজান্দার কাছে নকশালদের বিস্ফোরণে এক রেলকর্মী নিহত এবং অন্য আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের মতে, নিহতের নাম ইতোয়া ওরাম, একজন রেলকর্মী এবং বিসরার বাসিন্দা। তার সহকর্মী বুধরাম মুন্ডা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। স্থানীয় প্রশাশন জানিয়েছে বিস্ফোরণস্থলের কাছে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছে। তাই পুলিশের অনুমান বিস্ফোরণটি মাওবাদীরাই ঘটিয়েছে।
ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত রুটে রেল চলাচল ব্যাহত হয়। ওরামের মরদেহ আরজিএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এডিএম (রেলওয়ে), বন্দমুন্ডা, নবল কিষাণ সিং বলেছেন, "কারমপাড়া সেকশনে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আমাদের একজন কর্মী এতে মারা গেছেন... এই ঘটনাটি সকালে ঘটে যখন কর্মচারীরা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।"
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতোয়া ওরামের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ওরামের নিকট আত্মীয়দের জন্য ১০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন।
"ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে একটি অপ্রত্যাশিত IED বিস্ফোরণে ভারতীয় রেলের একজন গুরুত্বপূর্ণ কর্মী ইতোয়া ওরামের মর্মান্তিক মৃত্যু সম্পর্কে জানতে পেরে মুখ্যমন্ত্রী শ্রী @MohanMOdisha গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (CMRF) থেকে মৃতের নিকট আত্মীয়দের জন্য ১০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন," ওড়িশা মুখ্যমন্ত্রীর কার্যালয় (CMO) এক্স-এ একটি পোস্টে লিখেছেন।
বিস্ফোরণস্থলটি সুন্দরগড় জেলার সারান্ডা বনবিভাগ এলাকার মধ্যে পড়ে। রেললাইনের ক্ষতি হলেও এই ঘটনার জেরে কোনও প্যাসেঞ্জার ট্রেনের ক্ষতি হয়নি। স্থানীয় প্রশাসনের অনুমতির পরই রেল লাইন মেরামতির কাজ শুরু হবে। তবে ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তে মাওবাদী কার্যকলাপ যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গল সংলগ্ন এলাকায় মাওবাদীদের গোপন ডেরার সন্ধান পেয়েছে সেই রাজ্যের পুলিশ ও CRPF জওয়ান। সারান্ডা অরণ্য সন্নিহিত এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় উদ্ধার হয়েছিল নগদ ৩৫ লক্ষ টাকা। এবার সেই জঙ্গলেই হল IED বিস্ফোরণ।