পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় পদক্ষেপ, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানালেন রেলমন্ত্রী

  • নিমতি থেকে নিউ ফারাক্কা রুটে বিদ্যুতায়ন 
  • একশো শতাংশ বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে 
  • সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানালেন রেলমন্ত্রী 

পূর্ব রেলের অধীনে পশ্চিমবঙ্গে নিমতি থেকে নিউ ফারাক্কা সেকশনের একশো শতাংশ বৈদ্যুতিন সংযোগ চালু করা হল। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল।  তিনি আরও বলেছেন কলকাতা আর কোচবিহার দুটি রুটেই একশো শতাংশ বৈদ্যুতিন সংযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় রেলের এই উদ্যোগে যাত্রীরা দ্রুতগতিতে সফর করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।


দিন কয়েক আগেই রেল মন্ত্রক সূত্রে জানান হয়েছিল নিমতি থেকে নিউ ফারাক্কা রুটে ১০০ কিলোমিটার বেগে একটি ট্রায়াল রানও চালন হয়েছ। সেটিতে সম্পূর্ণ সাফল্য এসেছে। এই প্রকল্পটি ভারতীয় রেলের অন্যতম প্রধান মাইল ফলক বলেও দাবি করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে বাকি অংশের বিদ্যুতায়নের কাজ শেষ হবে বলেও জানান হয়েছিল। রেল মন্ত্রক সূত্রের খবর ২০২৩ সালের মধ্যে ভারতীয় রেলপর সম্পূর্ণ বিদ্যুতায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। রেলের এই প্রকল্পের মাধ্যে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনই কমবে পরিবেশ দূষণও। 

রেল মন্ত্রকের পক্ষ থেকে আগেই জানান হয়েছিল এটি আমাদের কাছে অত্যান্ত গর্বের একটি মুহূর্ত। পূর্ব রেলের ইতিহাসে অন্যতম একটি মাইলফলক। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করতে ও দূষণমুক্ত ভারত গঠন করতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেও আশা করা হয়েছিল। আগামীদেন এজাতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari