
উত্তরাখণ্ডের পর এবার দেশের আরেক এক রাজ্যে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হল। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে নির্দেশ দিয়ে বলা হয়েছে লিভিং সম্পর্কে রেজিস্ট্রেশন করানো আবশ্যিক। উত্তরাখণ্ডের পথে হেঁটে এবার রাজস্থান হাইকোর্ট দিল এমন নির্দেশ ।যেখানে বলা হয়েছে যারা লিভ ইন সম্পর্কে রয়েছেন তাদের রেজিস্ট্রেশন করা জরুরী ।সেইমতো রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয়েছে একটি সরকারি পোর্টাল করার জন্য , যেখানে এই রেজিস্ট্রেশন করবেন লিভ ইন সম্পর্কে থাকা পুরুষ-মহিলার তথ্য।প্রসঙ্গতঃ এবিষয়ে রাজস্থান হাইকোর্টে বেশ কিছু আবেদন জমা পড়েছিল লিভ ইন সম্পর্কে রযেছেন এমন কিছু যুগলদের।তাদের সম্পর্ক নিয়ে পরিবারের সম্মতি না মেলায় তারা আদালতের কাছ থেকে সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। বিচারপতি অনুপ কুমার ধান্দের সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণে জানানো হয় যতক্ষণ পর্যন্ত কোন আইন চালু না হচ্ছে ততদিন লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের কর্তৃপক্ষের অধীনে তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এ বিষয়ে কী শর্ত থাকবে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে তাও পরিষ্কার জানিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে চুক্তিপত্র লাগবে লিভ ইন সম্পর্কে থাকতে গেলে ।আরও বলা হয়েছে যে, লিভ ইন সম্পর্কে থাকার সময় তারা পরিবার পরিকল্পনা করছেন কিনা বা সন্তানের জন্ম হলে তার শিক্ষার পাশাপাশি যাবতীয় পরিকল্পনা উল্লেখ করতে হবে সেই চুক্তিতে।
লিভ ইন সম্পর্কে থাকা মহিলা যদি নিজে রোজগার না করে থাকেন তবে সঙ্গীর কী দায়িত্ব পালন করবেন তার কথাও উল্লেখ করতে হবে চুক্তিতে। যতক্ষণ পর্যন্ত লিভিং সম্পর্ক নিয়ে কোন আইন তৈরি না হচ্ছে ততক্ষণ এই বিষয়টি দেখভালের দায়িত্ব থাকবে কর্তৃপক্ষের উপর।এই যুগলরা যদি পরবর্তীকালে কোন সমস্যায় জড়িয়ে পড়েন তার অভিযোগ শুনবে কর্তৃপক্ষ।
রাজস্থান হাইকোর্টের বিচারপতি নির্দেশে উল্লেখ করেছেন, এখনও আমাদের সমাজে লিভ ইন সম্পর্ককে অনুমোদন দেয় না। কিন্তু এর আগে একাধিক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, লিভ ইন সম্পর্ক অবৈধ নয়।আসলে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D