রাজ্য সরকারের এই যোজনা'য় কন্যারা জন্ম থেকেই লক্ষপতি হবে। ২১ বছর পর্যন্ত ৭ কিস্তিতে পাবে ১ লক্ষ টাকা। জেনে নিন সম্পূর্ণ তথ্য।
এখন কারো ঘরে কন্যা সন্তান জন্মালে, সে জন্মের সাথেই লক্ষপতি হয়ে যাবে। এ কথা আমরা এজন্য বলছি যে, মুখ্যমন্ত্রী রাজ্যের কন্যাদের জন্য বিশেষ যোজনা' শুরু করেছেন। সরকারের এই স্কিম রাজ্যের কন্যাদের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে মাইলফলক হবে। এই যোজনাটি চালু হয়েছে বেশ কয়েক মাস আগেই। এর আওতায় জন্ম থেকে ২১ বছর বয়স পর্যন্ত সাত কিস্তিতে মেয়েদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।
'লাডো প্রোৎসাহন যোজনা'র মূল বিষয়:
সরকারের যোজনার উদ্দেশ্য কী?: রাজস্থান সরকার দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কন্যাদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য এই যোজনা শুরু করেছে। বিশেষ করে যারা এখনও কন্যাসন্তানকে বোঝা মনে করেন, তাদের চিন্তাধারা পরিবর্তনের জন্য ভজনলাল সরকার এই যোজনা শুরু করেছে।
কে এই যোজনার সুবিধা নিতে পারবেন
এক লক্ষ টাকার বন্ড: শিশুর জন্মের সাথেই সরকার ১ লক্ষ টাকার বন্ড প্রদান করবে।
৭ কিস্তিতে টাকা প্রদান:
এই যোজনায় সংকল্প পত্র কি?
শিশুর জন্মের সময় পরিবারকে এই যোজনার সংকল্প পত্র দেওয়া হবে, যাতে কিস্তির টাকা প্রদানের সম্পূর্ণ তথ্য থাকবে।
শেষ কিস্তির টাকা প্রদান
নিবন্ধনের পদ্ধতি কি?