সাত সকালে ভুমিকম্পে কেঁপে উঠল রাজস্থান, রিখটার স্কেলে মাত্রা ৪.৩

Published : Feb 12, 2021, 10:16 AM IST
সাত সকালে ভুমিকম্পে কেঁপে উঠল রাজস্থান, রিখটার স্কেলে মাত্রা ৪.৩

সংক্ষিপ্ত

সাত সকালে কেঁপে উঠল রাজস্থান  ভূমিকম্পর্কের জেরে হয়নি কোনও ক্ষয়ক্ষতি রাজস্থানের উত্তরপূর্বে কম্পন অনুভূত হয়  সকাল আটটা নাগাদ ভূমিকম্প হয় বিকানীরে

সদ্য প্রশান্ত মহাসাগর কেঁপে উঠেছিল তীব্র ভুমিকম্পে। জাড়ি হয়েছিল  সুনামির পূর্বাভাস। রিখটার স্কেলের মাত্রা ছাড়িয়েছিলেন ৭। এবার দেশের মাটি কেঁপে উঠল শুক্রুবার সকালে। এদিন সকাল আটটা নাগাত ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের বিকানীরে। সিস্মোগ্রাফে যার তীব্রতা ধরা পড়ল ৪.৩। সকাল আটটা নাগাদ কেঁপে ওঠে রাজস্থান। 

আরও পড়ুন- পরিবার পরিকল্পনার স্লোগান টেনে কেন্দ্রের নীতির সমালোচনা রাহুলের, পাল্টা নিশানা করেন অনুরাগ

কেন্দ্রিয় জাতীয় সিস্মোলজি থেকে এই খবর প্রকাশ্যে আনা হয়। রাজস্থানের ৪২০ কিমি উত্তর পূর্বে বিকানীরে ছিল এর কেন্দ্র স্থল। যদিও কোনও ক্ষয় ক্ষতি হয়নি। ভূমিকম্পের তীব্রতা মৃদ্যু হওয়ায়, কম্পন প্রাথমিকভাবে অনুভূত হয়। তবে কোনও ক্ষতির মুখে পড়তে হয়নি রাজস্থানকে। পাশাপাশি মেলেনি কোনও আফটার সকের খবরও। 
 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল