Rajasthan News: ২১০ বিঘা জমি, পেট্রোল পাম্প, দেড় কোটি টাকা নগদ! বিয়েতে যৌতুকের বহরে হতবাক দেশ

Published : May 07, 2025, 04:54 PM ISTUpdated : May 07, 2025, 04:57 PM IST
indian rupee cash

সংক্ষিপ্ত

Rajasthan Wedding: বিয়ের অনুষ্ঠানে বরকে যৌতুক দেওয়ার ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল। ঘোষণা করে যৌতুকের তালিকা বলা হচ্ছে, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ছাড়াও ১৫ কোটি ৬৩ লক্ষ টাকার মূল্যের উপহার দিচ্ছে কনের পরিবার।

Rajasthan Wedding: কয়েক লক্ষ টাকার সোনা, তিন কেজি রুপো, পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি, ১ কোটি ৫১ লাখ নগদ। সবমিলিয়ে ২১ কোটি টাকার বেশি মূল্যের যৌতুক দেওয়া হল বিয়েতে। বর-কনে পাশাপাশি বসে, মাইকে এক এক করে উপহার ঘোষণা করা হচ্ছে। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিও দেখে হতবাক সারা দেশ। ‘এসআর_সোনু_আজমের’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের আসরে বর-কনের হাতে ‘উপহার’ তুলে দিচ্ছেন কনের বাড়ির সদস্যেরা। পাশাপাশি বসা সদ্য বিবাহিত বর-কনে। পাত্রীর হাতে কিছু কাগজপত্র, থালা। তাঁদের সামনে রাখা রয়েছে চারটি স্যুটকেস। বরকে উপহার হিসাবে কী কী দিচ্ছেন কনের বাড়ি থেকে তা মাইকে ঘোষণা করা হচ্ছে। ঘোষণার পর বিয়েতে উপস্থিত পরিবার পরিজন হাততালি দিচ্ছেন। সবাই খুব খুশি। এত উপহার পেয়ে বরও খুব খুশি।

সোশ্যাল মিডিয়ায় এই যৌতুক নিয়ে আলোচনা

উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে বিয়েতে পণ দেওয়ার প্রথা এখনও আছে। প্রচুর সোনা, অর্থ-সহ অনেক উপহার, যৌতুক বা পণ দেওয়া হয়। তবে রাজস্থানে এই বিয়েতে যত উপহার দেওয়া হল, এরকম যৌতুকের বহর এর আগে কখনও দেখা যায়নি। সারা দেশে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে।

 

 

সোশ্যাল মিডিয়ায় যৌতুক নিয়ে আলোচনা

বিয়েতে যৌতুকের এই ভিডিও নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে। ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পড়েছে ওই ভিডিওতে। ১৯ লক্ষ্যেরও বেশি ভিউস, ২. ৮ মিলিয়ন লাইক, ৪ মিলিয়ন শেয়ার, কমেন্টের জোয়ার এসেছে ভিডিওতে। নেটিজেনদের একাংশ যেমন বিনোদন ও মজার চোখে দেখছেন ভিডিওটি, তেমনই সার্কাজম ও নিন্দার চোখেও দেখেছেন অনেকে। নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। তাঁদের দাবি, উপহারের নামে পণ নিচ্ছে পাত্রপক্ষ। কেউ কেউ লিখেছেন, এদের জন্যই সমাজে পণপ্রথা জিইয়ে থাকে। আবার একজন লিখেছেন, 'ওই বিপুল সম্পদকে খারাপভাবে নেওয়া ঠিক নয়। ওই টাকায় ওই দম্পতি দুনিয়া ঘুরতে পারে, নিজেদের ব্যবসা শুরু করতে পারে কিংবা আয়েশে জীবন কাটিয়ে দিতে পারে। এ নিয়ে এত কথার কী আছে?' একজন লিখেছেন, 'এখনও দেশের বিভিন্ন জায়গায় উপহারের নামে এ ভাবে পণ নেওয়া হয়। নিন্দনীয়।'

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের