নাগরিকত্ব আইন নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়ালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর দাবি, নাগরিকত্ব আইনে কোথাও মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি। দেশভাগের সময় যে মুসলিমরা ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, নাগরিকত্ব আইনের জন্য তাঁদের কেন দেশ ছাড়তে হবে, এই প্রশ্নই তুলেছেন রজনীকান্ত।
দক্ষিণী সুপারস্টার বলেছেন, 'নাগরিকত্ব আইন আমাদের দেশের কোনও নাগরিকের বিরুদ্ধে নয়। যদি এই আইনের কারণে মুসলিমরা কোনওভাবে সমস্যায় পড়েন, তাহলে সবার আগে আমি তাঁদের পাশে দাঁড়াব। দেশভাগের সময় যে মুসলিমরা এ দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের কী করে তাড়িয়ে দেওয়া সম্ভব?'
আরও পড়ুন- গ্রেফতার প্রধানশিক্ষিকা ও এক অভিভাবিকা, সিএএ-বিরোধী নাটকে স্কুলে রোজ পুলিশি হেনস্থা
এর পাশাপাশি এনপিআর- এর প্রয়োজনীয়তা নিয়েও সরব হয়েছেন রজনীকান্ত । তিনি বলেন, 'আমাদের দেশে কারা বহিরাগত আছেন, তা খুঁজে বের করতে এনপিআর প্রয়োজন। আর তাছাড়া এনআরসি নিয়ে যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেটা তো ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে।'
ইতিমধ্যেই নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরোধিতাকে কেন্দ্র করে দেশ জুড়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রজনীকান্ত। তাঁর মতে হিংসাত্মক পথ অবলম্বন করে এবং দাঙ্গা বাঁধিয়ে কোনও সমস্যার সমাধান করা যায় না। তিনি বলেছিলেন, 'দেশের নিরাপত্তা এবং উন্নতির স্বার্থে দেশবাসীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করব।'