মা না থাকার সুযোগে ৬ বছরের মেয়ের গলা কেটে হত্যা, কুসংস্কারের অন্ধ হল বাবা

Published : Nov 14, 2020, 12:39 PM IST
মা না থাকার সুযোগে ৬ বছরের মেয়ের গলা কেটে হত্যা, কুসংস্কারের অন্ধ হল বাবা

সংক্ষিপ্ত

স্বাধীনতার পর আট দশক কেটে গিয়েছে তাও কুসংস্কার থেকে স্বাধীন হয়নি ভারত এবার তারই বলি হতে হল এক ৬ বছরের কন্যা নিজের বাবাই গলা কেটে খুন করল তাকে  

মা ছিল মামার বাড়িতে। আর সেই সুযোগটই নিল তার বাবা। মাত্র ৬ বছর বয়সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে পৃথিবী ছাড়তে হল পুঁচকে মেয়েটাকে। কারণ, তার বাবার চাই ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে।

ভারত স্বাধীন হওয়ার পর আট দশক পেরিয়ে গেলেও ঝাড়খণ্ডের অনেক গ্রামীণ অঞ্চলেও এখনও দগদগে ঘা-এর মতো রয়ে গিয়েছে কুসংস্কার। তারই শিকার হতে হল মেয়েটিকে। তাঁর বাবা মেয়েকে পছন্দ করত না তা নয়, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল এক পুত্রসন্তানের।

আর সেই বাসনার বশেই এক ওঝার খপ্পরে পড়ে গিয়েছিল ২৬ বছরের সুমন নেগাসিয়া। পেশায় সে শ্রমিক। ওই ওঝা কালো যাদু করে তাকে পুত্র সন্তান দেবে বলে বিশ্বাস করেছিল সে। ওঝা তাকে পরামর্শ দিয়েছিল ৬ বছরের কন্যা সন্তানকে বলি দিতে হবে।

সুমন জানত তার স্ত্রী থাকতে কন্যাকে বলি দেওয়া সম্ভব নয়। তাই স্ত্রী বাপের বাড়ি যেতেই ত্র বছরের মেয়েকে সে গলা কেটে হত্যা করে। এই ঘটনা জানাজানি হতেই পেশর থানার পুলিশ সুমনকে গ্রেফতার করেছে। মেয়েটির মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। তারপর তার দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে এরমধ্যে পালিয়েছে সেই ওঝা। তাকে ধরার জন্য দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে কিনা তা জানার জন্য বিশদে তদন্ত করা হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: জানুয়ারিতেই বেতন ও পেনশনভোগীদের মিলতে পারে স্বস্তি! বৃদ্ধি পেতে পারে ৫% ডিএ?
LIVE NEWS UPDATE: ১১-১৭ জানুয়ারি লটারি কাটলেই কোটি কোটি পাবেন এঁরা, কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা এদের