১৫ বছরের কিশোরকে নিয়মিত ধর্ষণ! ভিডিও ফাঁস করার হুমকি, শেষমেশ মর্মান্তিক পরিণতি হল প্রৌঢ়র

১৫ বছরের কিশোরকে নিয়মিত ধর্ষণ! শেষমেশ নিজেকে বাঁচাতে এক প্রৌঢ়কে খুন করল ওই কিশোর

Anulekha Kar | Published : May 26, 2024 5:28 PM IST / Updated: May 26 2024, 10:59 PM IST

১৫ বছরের কিশোরকে নিয়মিত ধর্ষণ! শেষমেশ নিজেকে বাঁচাতে এক প্রৌঢ়কে খুন করল ওই কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুজফফরনগরে।

বছর ১৫-এর ওই কিশোরকে নিয়মিত ধর্ষণ করত ওই প্রৌঢ় বলে অভিযোগ। নিজেকে বাঁচাতেই এমন পদক্ষেপ নিয়েছে ওই কিশোর বলে জানা গিয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে মজফফরনগর থানার পুলিশ।

একাধিকবার ওই কিশোরকে ধর্ষণ করে ওই প্রৌঢ় বলে জানা গিয়েছে। গত ২০মে প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে মজফফরনগরের পুলিশ সুপার আদিত্য বনসল বলেছেন, " কয়েক সপ্তাহ আগেই কিশোরকে নির্যাতন করে সেই ভিডিও রেকর্ড করে রাখে ওই প্রৌঢ় এরপর ওই কিশোকে তুমুল ব্ল্যাকমেইল ও নির্যাতন করা হয়। সোমবার কিশোরকে জোর করে বাড়িতে ডেকে আনে ওই প্রৌঢ়। কিশোরের গোপন ভিডিও ফাঁস করে দেবেন বলেও ব্ল্যাকমেইল করা হয় এর পর একটি ধারাল অস্ত্র দিয়ে প্রৌঢ়র গলায় ও মাথায় আঘাত করা করে কিশোর।"

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
Manoj Tigga | বিধায়কপদ থেকে ইস্তফা দিলেন মনোজ টিগ্গা, ফিরিয়ে দিলেন আই কার্ড ও গাড়ি
Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Suvendu Adhikari : 'মমতা বিরোধীদের শেষ করে দিতে চায়' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari : 'কেন্দ্রীয় বাহিনী থাকতেই এই অবস্থা! চলে গেলে ওরা আরও অত্যাচার বাড়াবে!'