Nitish Kumar: 'নরেন্দ্র মোদী ফের মুখ্যমন্ত্রী হন,' নীতীশ কুমারের মন্তব্যে শোরগোল, ভাইরাল ভিডিও

এবারের লোকসভা নির্বাচনে ৬ দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে। শুধু সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ বাকি। তার আগে নীতীশ কুমারের মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

'নরেন্দ্র মোদী ফের মুখ্যমন্ত্রী হন। দেশের উন্নতি করুন, বিহারের উন্নতি করুন। সবকিছু হোক।' পাটনায় এক জনসভায় এই মন্তব্য করে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর মন্তব্যে শোরগোল শুরু হয়ে যায়। মঞ্চে থাকা দলীয় নেতারা ভুল ধরিয়ে দেন। তখন নীতীশ বলেন, 'নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রীই আছেন।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বিজেপি-বিরোধীরা নীতীশের মন্তব্যকে হাতিয়ার করে মোদীকে কটাক্ষ করছেন। কেউ দাবি করছেন, 'বিজেপি যে হেরে যাবে, সেটা বুঝতে পারছেন নীতীশ।' আবার কেউ বলছেন, 'নীতীশ স্বীকার করে নিয়েছেন, মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মানায় না।' লোকসভা নির্বাচনের মধ্যে এখন বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে নীতীশের মন্তব্য।

এনডিএ-র ৪০০ আসনের আশায় নীতীশ

Latest Videos

এদিন নীতীশ বলেন, 'আমাদের ইচ্ছা যে আমরা সারা দেশে ৪০০-এরও বেশি আসন জয় পাই।' কিন্তু এরপরেই তিনি বলে বসেন, 'প্রিয় নরেন্দ্র মোদী জি ফের মুখ্যমন্ত্রী হন।' এই মন্তব্য করেই গোলমাল করে বসেছেন নীতীশ। বিরোধীরা এখন কটাক্ষ শুরু করেছেন। কয়েকদিন আগেই প্রয়াত রামবিলাস পাসোয়ানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বসেন নীতীশ। ২০২০ সালে প্রয়াত হয়েছেন রামবিলাস। কিন্তু সে কথা খেয়াল ছিল না নীতীশের। এবার মোদীকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা বলে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী।

 

 

বিহারে কেমন ফল হতে পারে এনডিএ-র?

বিহারে এবারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১৭টি আসনে লড়াই করছে বিজেপি। বাকি আসনগুলিতে লড়াই করছে নীতীশের দল জনতা দল ইউনাইটেড ও চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। বিহারে নিজেদের শক্তি বাড়িয়েছে বিজেপি। জেডিইউ-ও এই রাজ্যে অত্যন্ত শক্তিশালী। কয়েকটি জায়গায় লোক জনশক্তি পার্টিও শক্তিশালী। ফলে বিহারে এনডিএ ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৯৬ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,জানালেন 'ঈশ্বরের নির্দেশ' ২০৪৭ সাল পর্যন্ত কঠোর কাজ করার

'নিজে ভিসা ছাড়া লাহোরে গিয়ে তাদের শক্তি পরীক্ষা করেছিলাম'- কংগ্রেসকে সপাট জবাব মোদীর

২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদী! দাপটের সঙ্গে দাবি রাহুলের, কংগ্রেস নেতার ভাষণে তাজ্জব দেশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News