প্রয়াত দেশের সবথেকে জনপ্রিয় শিল্পপতি রতন টাটা। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবিবাহিত ছিলেন রতন টাটা।
বিয়ে হয়নি
রতন টাটা বিয়ে করেননি। কিন্তু কেন বিয়ে করেননি- এই প্রশ্নের মুখোমুখি একাধিকবার হতে হয়েছে তাঁকে।
চারবার বিয়ের চেষ্টা
একটি সাক্ষাৎকারে রতন টাটা জানিয়েছিলেন তিনি একবার নয়, চারবার বিয়ে করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা পুরাণ হয়নি।
চারবার প্রেম আর বিয়ের চেষ্টা
রতন টাটা জানিয়েছিলেন তিনি চারবার প্রেমে পড়েছিলেন আর বিয়ে করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি পিছিয়ে এসেছিলেন।
বিয়ে না হওয়ার কারণ
রতন টাটা নিজেই জায়েছেন, 'আমি চারবার বিয়ের কাছাকাছি পৌঁছে ছিলাম। কিন্তু কোনও না কোনও কারণে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছি।'
রতন টাটার সম্পর্ক
এক মার্কিন মহিলার সঙ্গে তিনি সবথেকে বেশি ঘনিষ্ট হয়েছিলেন। তিনি বলেছেন , এই মহিলাকে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু বিয়ে আর হয়নি। সেই সময়ের পরিপার্শিক অবস্থার কারণে বিয়ে হয়নি।
চিন ভারত যুদ্ধ
রতন টাটা বলেছিলেন, সেই সময় চিন ভারত যুদ্ধের কারণে বিয়ে হয়নি। তিনি ভারতে ফিরে এসেছিলেন। আর প্রেমিকার পরিবার ভারতে আসার সম্মতি দেয়নি। তাই ভেঙে ছিল প্রেম।
রতন টাটার সাফল্য
১৯৯১ সালে টাটা গ্রুপের দায়িত্ব নেওয়ার পর থেকে রতন টাটা বিশাল সাম্রাজ্য তৈরি করেন। বিদেশেও টাটাদের সফল্য রয়েছে।
উত্তরাধিকার মনোনীত করেননি
রতন টাটা সন্তানহীন। তিনি নিয়ে থেকে টাটা গ্রুপের কোনও উত্তরাধিকারী মনোনীত করেননি।
কাছের মানুষ নাইডু
রতন টাটার শেষজীবনে কাছের মানুষ হয়ে ওঠেন শান্তনু নাইডু। রতন টাটাকে নানা কাজে তিনি সাহায্য করতেন।