Ratan Tata: চারবার বিয়ের কাছাকাছি পৌঁছলেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি! কারণ জানিয়েছেন রতন টাটা নিজেই

একবার বা দুই বার নয়- চারবার বিয়ের চেষ্টা করেছিলেন রতন টাটা। কিন্তু কোন অদৃষ্ট কারণে চিরকার অবিবাহিতই থেকে যেতে হল তাঁকে।

 

Saborni Mitra | Published : Oct 10, 2024 7:25 PM
110
রতন টাটা

প্রয়াত দেশের সবথেকে জনপ্রিয় শিল্পপতি রতন টাটা। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবিবাহিত ছিলেন রতন টাটা।

210
বিয়ে হয়নি

রতন টাটা বিয়ে করেননি। কিন্তু কেন বিয়ে করেননি- এই প্রশ্নের মুখোমুখি একাধিকবার হতে হয়েছে তাঁকে।

310
চারবার বিয়ের চেষ্টা

একটি সাক্ষাৎকারে রতন টাটা জানিয়েছিলেন তিনি একবার নয়, চারবার বিয়ে করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা পুরাণ হয়নি।

410
চারবার প্রেম আর বিয়ের চেষ্টা

রতন টাটা জানিয়েছিলেন তিনি চারবার প্রেমে পড়েছিলেন আর বিয়ে করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি পিছিয়ে এসেছিলেন।

510
বিয়ে না হওয়ার কারণ

রতন টাটা নিজেই জায়েছেন, 'আমি চারবার বিয়ের কাছাকাছি পৌঁছে ছিলাম। কিন্তু কোনও না কোনও কারণে ভয় পেয়ে পিছিয়ে গিয়েছি।'

610
রতন টাটার সম্পর্ক

এক মার্কিন মহিলার সঙ্গে তিনি সবথেকে বেশি ঘনিষ্ট হয়েছিলেন। তিনি বলেছেন , এই মহিলাকে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু বিয়ে আর হয়নি। সেই সময়ের পরিপার্শিক অবস্থার কারণে বিয়ে হয়নি।

710
চিন ভারত যুদ্ধ

রতন টাটা বলেছিলেন, সেই সময় চিন ভারত যুদ্ধের কারণে বিয়ে হয়নি। তিনি ভারতে ফিরে এসেছিলেন। আর প্রেমিকার পরিবার ভারতে আসার সম্মতি দেয়নি। তাই ভেঙে ছিল প্রেম।

810
রতন টাটার সাফল্য

১৯৯১ সালে টাটা গ্রুপের দায়িত্ব নেওয়ার পর থেকে রতন টাটা বিশাল সাম্রাজ্য তৈরি করেন। বিদেশেও টাটাদের সফল্য রয়েছে।

910
উত্তরাধিকার মনোনীত করেননি

রতন টাটা সন্তানহীন। তিনি নিয়ে থেকে টাটা গ্রুপের কোনও উত্তরাধিকারী মনোনীত করেননি।

1010
কাছের মানুষ নাইডু

রতন টাটার শেষজীবনে কাছের মানুষ হয়ে ওঠেন শান্তনু নাইডু। রতন টাটাকে নানা কাজে তিনি সাহায্য করতেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos