শেষ মুহূর্তের ভরসা তত্কাল টিকিট, শ্রেণি অনুযায়ী কত চার্জ, সঙ্গে রইল বুকিংয়ের নিয়ম

  • অতিরিক্ত ভাড়া দিয়ে কাটা যায় তত্কাল টিকিট
  • রয়েছে নির্দিষ্ট চার্জ
  • যাত্রার আগের দিন কাটা যায় তত্কাল টিকিট

শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেককেই ততকাল টিকিট কাটতে হয়। ততকাল টিকিটের ভাড়া অবশ্য সাধারণ টিকিটের থেকে অনেকটাই বেশি। একনজরে দেখে নিন আইআরসিটিসি পোর্টাল এবং রেলের বুকিং কাউন্টার থেকে ততকাল টিকিট কাটলে ঠিক কোন হারে তত্কাল চার্জ হিসেব করা হয়। মনে রাখতে হবে দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে মূল ভাড়ার দশ শতাংশ এবং অন্যান্য শ্রেণির ক্ষেত্রে মূল ভাড়ার তিরিশ শতাংশ হারে ততকাল চার্জ ধার্য করা হয়।

Latest Videos

ট্রেনে যাত্রার একদিন আগে বাতানুকুল শ্রেণির ক্ষেত্রে সকাল দশটায় এবং অন্যান্য শ্রেণির ক্ষেত্রে সকাল এগারোটায় ততকাল কাউন্টার খোলে। যদিও রেলের এজেন্ট বা ওয়েব এজেন্টরা সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে ততকাল টিকিট কাটতে পারেন না। যে পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটা হবে, যাত্রা করার সময় যাত্রীর কাছে সেই পরিচয়পত্র থাকতে হবে। ততকালেরক্ষেত্রে একটি পিএনআর-এ সর্বাধিক চারজন যাত্রী যেতে পারেন। যদিও ততকাল কাটা কনফার্মড টিকিট বাতিল করা যায় না।

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News