শেষ মুহূর্তের ভরসা তত্কাল টিকিট, শ্রেণি অনুযায়ী কত চার্জ, সঙ্গে রইল বুকিংয়ের নিয়ম

Published : May 08, 2019, 02:00 PM ISTUpdated : May 08, 2019, 02:01 PM IST
শেষ মুহূর্তের ভরসা তত্কাল টিকিট, শ্রেণি অনুযায়ী কত চার্জ, সঙ্গে রইল বুকিংয়ের নিয়ম

সংক্ষিপ্ত

অতিরিক্ত ভাড়া দিয়ে কাটা যায় তত্কাল টিকিট রয়েছে নির্দিষ্ট চার্জ যাত্রার আগের দিন কাটা যায় তত্কাল টিকিট

শেষ মুহূর্তে ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেককেই ততকাল টিকিট কাটতে হয়। ততকাল টিকিটের ভাড়া অবশ্য সাধারণ টিকিটের থেকে অনেকটাই বেশি। একনজরে দেখে নিন আইআরসিটিসি পোর্টাল এবং রেলের বুকিং কাউন্টার থেকে ততকাল টিকিট কাটলে ঠিক কোন হারে তত্কাল চার্জ হিসেব করা হয়। মনে রাখতে হবে দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে মূল ভাড়ার দশ শতাংশ এবং অন্যান্য শ্রেণির ক্ষেত্রে মূল ভাড়ার তিরিশ শতাংশ হারে ততকাল চার্জ ধার্য করা হয়।

ট্রেনে যাত্রার একদিন আগে বাতানুকুল শ্রেণির ক্ষেত্রে সকাল দশটায় এবং অন্যান্য শ্রেণির ক্ষেত্রে সকাল এগারোটায় ততকাল কাউন্টার খোলে। যদিও রেলের এজেন্ট বা ওয়েব এজেন্টরা সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে ততকাল টিকিট কাটতে পারেন না। যে পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটা হবে, যাত্রা করার সময় যাত্রীর কাছে সেই পরিচয়পত্র থাকতে হবে। ততকালেরক্ষেত্রে একটি পিএনআর-এ সর্বাধিক চারজন যাত্রী যেতে পারেন। যদিও ততকাল কাটা কনফার্মড টিকিট বাতিল করা যায় না।

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু