দারুণ খবর! সেপ্টেম্বর মাসে রেশন কার্ডধারীরা পাবেন ১০০০ টাকা করে সঙ্গে মিলবে বিনামূল্যে রেশন

Published : Sep 03, 2025, 08:25 AM IST

পুজোর আগে রেশন কার্ডধারীদের জন্য নয়া সুবিধা। বিভিন্ন কার্ড অনুযায়ী চাল, গম, আটা বিনামূল্যে। সরকারের তরফ থেকে মাসিক ১০০০ টাকা আর্থিক সাহায্য।

PREV
15

সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই দারুণ খবর। এবার পুজোর আগে মিলবে বিনামূল্যে রেশন। এরই সঙ্গে রেশন কার্ডধারীরা পাবেন ১০০০ টাকা করে। প্রকাশ্যে এল তালিকা।

25

সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকারের তরফে নানান প্রকল্প চালানো হচ্ছে। যার দ্বারা উপকৃত হন দরিদ্র সীমার নীচে থাকা মানুষজন। এবার পুজোর আগে রেশনের লিস্টে নয়া চমক আনল পশ্চিমবঙ্গ সরকার। এবার বিভিন্ন ধরনের রেশন কার্ডধারী মানুষ পাবেন নয়া চমক।

35

PHH, SPHH কার্ড থাকলে আপনি সেপ্টেম্বর মাসে পাবেন ৩ কেজি চাল ও ২ কেজি গম বা ২ প্যাকেট আটা। RKSY-I কার্ড থাকলে পাবেন ৫ কেজি চাল। এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না। তবে, খাদ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ।

45

AAY কার্ড থাকলে মিলবে সর্বাধিক সুবিধা। প্রতি পরিবারে ২১ কেজি করে চাল পাবেন। পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম মিলবে। RKSY-II কার্ড থাকলে ২ কেজি চাল মিলবে বিনামূল্যে। এই কার্ডে গম বা আটা প্রদানের ব্যবস্থা নেই।

55

এরই সঙ্গে মিলবে মাসে ১০০০ টাকা করে। তবে এই আর্থিক সাহায্য দেবে ওড়িশা সরকার। সমাজের নিম্নবিত্ত মানুষদের জীবনযাত্রা আরও সহজ করতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এবার মাসে ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার।

Read more Photos on
click me!

Recommended Stories