জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন।
রেশন ডিপো থেকে রেশন পাচ্ছেন না! তাহলে হতাশ হবেন না। এই প্রতিবেদনেই রইল কোথায় কোথায় রেশন সংক্রান্ত অভিযোগ জনাবেন। রেশন নিয়ে অভিযোগ জানানোর জন্য রয়েছে সরকারি হেল্পলাইন নম্বর। সেখানেই সব অভিযোগ জনাতে পারেন। আর রয়েছে একটি অফিশিয়াল ওয়েবসইট।
জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। জতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে রেশন প্রকল্পটি চলে।
সাধারণত সরকারি ডিপো থেকে রেশন কার্ড যাদের রয়েছে তাদের রেশন দেওয়া হয়। কিন্তু এই যারা রেশন পান না তারা কোথায় অভিযোগ জানাবেন- তাই নিয়ে অনেকেই চিন্তা পড়ে যান। তাদের জন্য কতগুলি সহজ উপায় নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রেশন না পাওয়ার অভিযোগ-
ভারতের সমস্ত রাজ্যে খাদ্য সরবরাহ বিভাগ দ্বারা একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। এই নম্বরে কল করে সব রেশন কার্ডহোল্ডারদের রেশন ও রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় অভিযোগ জানাতে পারেন। কেউ যদি রেশন ডিপো থেকে রেশন না পান, তবে তিনি অফিসিয়াল ওয়েবসাইট https://nfsa.gov.in/ এ গিয়ে তার রাজ্যের হেল্পলাইন নম্বর দেখতে পারেন। সেই নম্বরে কল করে তিনি রেশন ডিপো সম্পর্কিত তার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। অভিযোগের পর বিভাগ থেকে এ ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনেও অভিযোগ জানান যায়। যার জন্য রয়েছে একটি ওয়েবসাইট। https://nfsa.gov.in/ এবং আপনার অভিযোগের বিস্তারিত তথ্য দিয়ে অনলাইনে অভিযোগ করতে পারেন। আপনার অভিযোগ সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট রেশন ডিপোর আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে।
অফিসে গিয়ে অভিযোগ
আপনি আপনার রেশন ও রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় জেলার রেশন ডিপোতে গিয়ে জানাতে পারেন। এছাড়াও যদি জেলা কর্তৃপক্ষ আপনার অভিযোগ না নেয় তাহলে আপনি রাজ্যের খাদ্য সরবরাহ বিভাগে দিয়ে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।