দেশবাসী প্রতি মাসে রেশনে চাল, ডাল ও অন্যান্য সামগ্রী পেয়ে থাকেন। পরিবার পিছু বিনামূল্যে দেওয়া হয় এই সকল সামগ্রী।
গরিব পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন দিয়ে থাকে।
প্রতি মাসে প্রায় ৩.৩ থেকে ৩.৪ মিলিয়ন টন চাল, ১.৫ থেকে ১.৬ মিলিয়ন টন গম দেওয়া হয়ে থাকে। পাশাপাশি আটাও বিলি করা হয়।
প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য পায় এই সকল গ্রাহকেরা। সব মিলিয়ে উপকৃত হন সকলে।
তবে, এবার টানা তিন মাস মিলবে না রেশন। সদ্য এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
জুন, জুলাই এবং অগস্ট মাসে মিলবে না রেশন। শেষ রেশন দেওয়া হবে এই মে মাসে। তবে, এই মাসে আগামী তিন মাসে অগ্রিম পেশন দেওয়া হবে।
জানা গিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদাম ঘরে চাল ও গমের লাট জমেছে। সে কারণে মে মাসেই আগামী তিন মাসের রেশন দিয়ে দেওয়া হবে বলে স্থির করেছে সরকার।
তিন মাসের রেশন দেওয়া হবে ৩১ মে-র মধ্যে। তবে, অতিরিক্ত কিছুদিনের গ্রেস পিরিয়ড দেওয়া হতে পারে।
খাদ্য দপ্তরের তথ্য অনুসার, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৬ মিলিয়ন টন খাদ্যশস্যের স্টক ছিল।
সে যাই হোক, এবার মে মাসেই মিলবে জুন থেকে অগস্ট তিন মাসের রেশন। তাই দেরি না করে তা সংগ্রহ করে নিন।
Sayanita Chakraborty