দেশ জুড়ে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা! নিন্ম মধ্যবিত্ত কীভাবে জোগাবে দু-মুঠো অন্ন?

Published : Feb 05, 2025, 10:13 PM IST

দেশ জুড়ে যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রেশন পরিষেবা! কারণ জানলে অবাক হবেন

PREV
110

কেন্দ্রীয় বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। এতে ১২ লাখের মধ্যে আয়ে কর ছাড় দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন অর্থমন্ত্রী।

210

বাজেট নিয়ে একাংশের দাবী বিহার-কে বাজেটে প্রচুর উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলার জন্য কিছুই করা হয়নি।

310

তাদের দাবী টিভি মোবাইলের দাম কমলেও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর দাম কমানো হয়নি বাজেটে।

410

আর এই বাংলাকে বাজেটে বঞ্চনার জন্য অন্দোলনে নামতে চলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন।

510

তাদের আশা ছিল এত দিন ধরে পাঠানো আবেদনে আলোকপাত করে বাজেটে তাদের হয়ে সামান্য কিছু অনুদান দেওয়া হবে।

610

সেটা তো হয়নি, উল্টে তাদের বিষয়ে কোনও আলোচনাই করেনি কেন্দ্র।

710

ফলে তার প্রতিবাদ স্বরূপ কেন্দ্রকে চাপে ফেলতেই এই বৈঠক করে কিছু সিদ্ধান্ত নেবেন তারা।

810

এমনকী তারা যাতে লাভবান হোন এই সংক্রান্ত কোনও বিষয়ে নজরও দেয়নি কেন্দ্র। এর ফলে হায়দরাবাদে হবে সর্বস্তরের এই জাতীয় বৈঠক।

910

এই বৈঠকে তাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এই ফেডারেশনের দাবি শুনতেই বৈঠকে বসবেন।

1010

আর এই বৈঠকে তাদের দাবি না মানলেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবেন রেশন ডিলার সংগঠন।

click me!

Recommended Stories