ATM থেকে টাকা তুলতে গেলেও গুণতে হবে মোটা খরচ, নতুন নিয়ম আনল RBI, জেনে নিন

Published : Feb 05, 2025, 12:18 PM IST

ATM থেকে টাকা তুলতে গেলে এবার বাড়তি চার্জ দিতে হবে। দিনে ৫ বারের বেশি টাকা তুললে চার্জ দিতে হবে গ্রাহকদের। ATM ইন্টারচেঞ্জ ফি-ও বেড়েছে।

PREV
110

ফের গ্রাহকদের জন্য নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ATM থেকে টাকা তুলতে গেলে দিতে হবে বাড়তি টাকা, নতুন নিয়ম আনল RBI।

210

এবার টাকা তুলতে গেলে মোটা মাশুল গুনতে হবে। চার্জ বসাবে ব্যাঙ্ক।

310

এতদিন দিনে ৫ বার টাকা তোলা যেত বিনামূল্যে। তবে এবার বেশি টাকা তুলতে হলে দিতে হবে চার্জ।

410

আপনার জমানো টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তুলবেন আপনিই, তার বিনিময়ে চার্জ কাটবে ব্যাঙ্ক। আসছে এমন নিয়ম।

510

এবার থেকে ম্যাক্সমাম ক্যাশ ট্রানসাকশন ফি ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা।

610

এবার থেকে বিনামূল্যে ৫ বার টাকা তোলা যাবে। কিন্তু, তার বেশি টাকা তুললে এই নতুন চার্জ দিতে হবে।

710

তেমনই এটিএম ইন্টারচেঞ্জ ফি-ও বেড়েছে। তা ১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ টাকা।

810

মূলত এই ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হয় অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে।

910

অর্থাৎ আপনার কার্ড যদি পিএনবি-র হয় আর আপনি অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে এই লিমিট পেরনোর পর এই টাকা দিতে হবে।

1010

অন্যদিকে, আবার এটিএম চালানোর খরচও বাড়ছে ধীরে ধীরে।

click me!

Recommended Stories