অর্থনীতিকে চাঙ্গা করতে ফের কমল রেপো রেট, গৃহঋণের কিস্তি আরও কমল

  • রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমালো রিজার্ভ ব্যাঙ্ক
  • চলতি বছরে চার বার কমল রেপো রেট
  • ঋণের হার সস্তা হওয়ার সম্ভাবনা
  • গৃহঋণে সুদ কমিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

বিশেষজ্ঞদের আশা ছিল ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাঁদের সেই প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়ে রেপো রেট একবারে ৩৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে আরও সস্তা হতে চলেছে গৃহঋণের কিস্তি। কেন্দ্রীয় ব্যাঙ্কের ঘোষণার পর পরই দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই গৃহঋণে সুদের হার কমানোর কথা ঘোষণা করে দিয়েছে। 

এই নিয়ে চলতি বছরেই পর পর চার বার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক। ধীর গতিতে চলতে থাকা আর্থিক বৃদ্ধির হারকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Latest Videos

রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পরেই এসবিআই এমসিএলআর পনেরো বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। যার অর্থ ব্যাঙ্কের গৃহঋণ-সহ অন্যান্য ঋণের হার পনেরো বেসিস পয়েন্ট কমতে চলেছে। অন্যান্য ব্যাঙ্কগুলিও এসবিআই-এর পথেই হাঁটতে বলেই মনে করা হচ্ছে। 

এ দিন আরবিআই ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে দেওয়ার পরে তা গত ন' বছরে সর্বনিম্ন হারে এসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু মুদ্রস্ফীতির হার সামান্য বেড়েছে, সেই সুযোগ নিয়েই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক। এখন দেখার, গৃহ ঋণ এবং অন্যান্য ঋণে সুদের হারে এই কাটছাঁটের প্রভাব অর্থনীতির চাকার গতি বৃদ্ধি করতে পারে কি না। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News