চলতি বছরেই পঞ্চমবার, ফের কমানো হল রেপো রেট, অর্থনীতির হাল ফিরবে কি

  • অগাস্টের পর অক্টোবর মাসে ফের একবার রেপো রেট কমানো হল
  • এবার ২৫ বেসিস পয়েন্ট কমালো আরবিআই
  • এই নিয়ে চলতি বছরে পাঁচবার কমানো হল রেপো রেট

 

amartya lahiri | Published : Oct 4, 2019 2:38 PM IST

কোনোভাবেই অর্থনীতিকে চাঙ্গা করা যাচ্ছে না। অগাস্টের পর অক্টোবর মাস পড়তেই ফের একবার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। এই নিয়ে চলতি বছরে পাঁচবার কমানো হল রেপো রেট।

গত আগাস্টে নীতিনির্ধারণের মিটিং-এর পর ৩৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল ঋণের হার। তাতে ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের ঋণ দেওয়ার হার হয়েছিল ৫.৪ শতাংশ। এইবার আরও ২৫ বেসিস পয়েন্ট কমানোরর ফলে রেপো রেট নেমে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশ। একইভাবে রিভার্স রেপো রেট সংশোধন করে ৪.৯ শতাংশ করা হয়েছে।

এদিনের বৈঠকের আগেই অবশ্য অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, সরকারকেস  অর্থনীতি চাঙ্গা করার সুবিধা করে দিতে রিজার্ভ ব্যাঙ্ক আরও একবার রেপো রে কমাতে পারে। তাঁরা সকলেই ২৫ শতাংশ কমানোর পক্ষেই মত দিয়েছিলেন। এদিনের বৈঠকে এক সদস্য অবশ্য রেপোরেট ৪০ শতাংশ কমানোর দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে সব সদস্যই রেপো রেট ২৫ শতাংশ কমানোর পক্ষেই একমত হন।     

 

Share this article
click me!