আর মাত্র ২ দিন, ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে এই বিশেষ নথি, নইলে খোয়া যাবে সমস্ত সঞ্চয়, নির্দেশ RBI-র

Published : Apr 08, 2025, 09:37 AM IST

গ্রাহকদের জন্য KYC জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। RBI-এর নতুন নির্দেশিকা অনুসারে, ১০ই এপ্রিলের মধ্যে KYC জমা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

PREV
110

হাতে আর ২টো দিন বাকি। তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে এই কাজ করা আবশ্যক। তা না হলে পড়বেন বিপদে।

210

সদ্য প্রকাশ্যে এসেছে RBI-র নয়া নির্দেশিকা। এক বিশেষ নথি জমা দেওয়ার দিন বেঁধে দেওয়া হল।

410

RBI-র পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। আগে KYC জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।

510

পরে তা পরিবর্তন করে ১০ এপ্রিল করা হয়েছে। এই তারিখের মধ্যে জমা দিতে হবে KYC।

610

আপনি আগে এই কাজ সম্পন্ন করে থাকলে ফের আপনাকে করতে হবে এই কাজ।

710

দেশ জুড়ে পাঞ্জাব ন্যাশনল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

810

যদি ব্যাঙ্কের পক্ষ থেকে এই সংক্রান্ত কোনও মেল কিংবা ফোন পান তাহলে চিন্তার কোনও কারণ নেই। আপনার বাড়ির কাছের শাখায় যোগাযোগ করুন।

910

দ্রুত জমা দিন KYC। তা না হলে পড়বেন সমস্যায়।

1010

KYC জমা না দিলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত এই কাজ করে নিন।

click me!

Recommended Stories