RBI: জানুয়ারি থেকে বদল হচ্ছে নিয়ম, অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার পদ্ধতিতে বিশাল পরিবর্তন

ব্যাঙ্কিং সেক্টরে বড় পরিবর্তন আসছে, অনলাইন লেনদেনের নিয়মেও আসছে নতুনত্ব। আরবিআই-এর নির্দেশে আরটিজিএস এবং এনইএফটি-র মাধ্যমে টাকা পাঠানোর আগে গ্রাহকরা এবার দেখতে পারবেন অ্যাকাউন্টধারীর নাম।
Sayanita Chakraborty | Published : Jan 3, 2025 4:41 PM / Updated: Jan 03 2025, 04:42 PM IST
110

নতুন বছরে বিরাট বদল হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে। শোনা যাচ্ছে, এবার থেকে সপ্তাহে পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক।

210

তেমনই বদল হচ্ছে ফিক্সড ডিপোজিটের নিয়মে। এইডি-তে সুদের শতাংশ বাড়তে পারে বলে খবর।

310

এরই মাঝে প্রকাশ্যে এল নতুন এক পরিবর্তনের খবর। জানা যাচ্ছে, অনলাইনে টাকা দেওয়া-নেওয়ার পদ্ধতিতে বিশাল পরিবর্তন আসছে।

410

অনলাইটে টাকা পাঠাতে গিয়ে অনেক সমস্যায় দেখা দেয়। সামান্য ভুলে অনেক সময় টাকা অন্য কারও অ্যাকাউন্টে চলে যায়।

510

এবার থেকে টাকা পাঠানোর নিয়মে এল বড় বদল। গ্রাহকদের সুবিধার্থে এক নয়া পদ্ধতি আনতে চলেছে ব্যাঙ্কগুলো। এমনই নির্দেশ আরবিআই-র।

610

এই ব্যবস্থা চালু হলে আর টাকা লেনদেনে সমস্যা হবে না। আপনার পাঠানো টাকা ভুল বশত অন্য কারও অ্যাকাউন্টে যাবে না।

710

আরবিআই-র নির্দেশে বড় পরিবরর্তন আসছে অনলাইন ট্রানজাকশনে। আরটিজিএস এবং এনইএফটি-র ক্ষেত্রে আসছে পরিবর্তন।

810

আরটিজিএস এবং এনইএফটি-র দ্বারা টাকা পাঠানোর আগেই গ্রাহক দেখতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কার নামে আছে।

910

এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি-তে ব্যবহারকারীর নান নাম নথিভূক্ত করতে।

1010

শীঘ্রই চালু হচ্ছে এই নিয়ম। এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি মারফত টাকা পাঠানো আরও সহজ হতে চলেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos