সোমবার থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্ক খোলা ও বন্ধের সময়? নয়া বিজ্ঞপ্তি সরকারের! দেখুন নতুন টাইমিং

Published : Jan 03, 2025, 11:54 AM ISTUpdated : Jan 03, 2025, 11:58 AM IST

ব্যাঙ্কিং ক্ষেত্রে নতুন বছরে নিয়ম বদলে গেল। আপনারও কি ব্যাঙ্কে কাজ বাকি রয়েছে? তাহলে সেখানে যাওয়ার আগে জেনে নিন কিছু নিয়ম। প্রতিটি ব্যাঙ্কের (Bank) খোলা-বন্ধের সময় পৃথক হতে পারে। ব্যাঙ্ক খোলা, বন্ধের সময়ে পরিবর্তন আনল রাজ্য সরকার! দেখুন নতুন টাইমিং

PREV
112

নতুন বছর এসে গিয়েছে। আর নতুন বছর এবং নতুন মাসে নিয়মে বদল ঘটবেই ঘটবে। এবারও সেটার ব্যতিক্রম ঘটবে না।

212

প্রতিটি ব্যাঙ্কের (Bank) খোলা এবং বন্ধের সময় পৃথক হতে পারে।

312

এ কারণে অনেক সময় মানুষকে সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায় ব্যাঙ্কিং পরিষেবার উন্নতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার।

412

এমনিতে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সময়ের কারণে গ্রাহকরা বিভ্রান্ত হন এবং তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

512

কোনো কোনো ব্যাঙ্ক খোলে সকাল ১০টায়, আবার কোনো ব্যাঙ্ক খোলে সকাল সাড়ে ১০টা বা ১১টায়।

612

এই বৈষম্যের কারণে যেসব গ্রাহককে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে যেতে হয় তাদের জন্য অনেক ঝামেলা পোহাতে হয়।

712

সরকারের তরফে জানানো হল, রাজ্যে এবার থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খোলার এবং বন্ধের সময় এখন একই হবে।

812

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কগুলির এই পরিবর্তন কার্যকর হয়েছে।

912

সব ব্যাংক সকাল ১০টা থেকে খোলা থাকবে এবং বিকেল ৪টায় বন্ধ হবে।

1012

নয়া নিয়ম অনুসারে, গ্রাহকরা এখন বিভিন্ন ব্যাঙ্কের সময়সূচি অনুযায়ী পরিকল্পনা ছাড়াই সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো ন্যাশনাল ব্যাঙ্কে যেতে পারবেন।

1112

অভিন্ন সময়সূচী থাকলে বিশৃঙ্খলা কমবে। এতে ভিড় সামলানো সহজ হবে এবং গ্রাহকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।

1212

অবশ্য এই বদল বাংলা বা অন্য কোনও রাজ্য নয়, এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে মধ্যপ্রদেশে।

click me!

Recommended Stories