গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন সকলে, রিল তৈরির নেশায় যাচ্ছে প্রাণ, ভিডিও দেখলে কেঁপে উঠবেন

রাস্তার মাঝে রিল বানাতে গিয়ে প্রাণ গেলো কয়েকজনের। গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হওয়ার ভিডিও ভাইরাল। রিলের নেশা আফিম আর চরসের চেয়েও মারাত্মক বলে মন্তব্য নেটিজেনদের।

রিল বানিয়ে খ্যাতি পেতে ব্যস্ত সকলে। নানান বিষয় নিয়ে চলছে রিল বানানো। আর এই রিলের নেশা কেড়ে নিচ্ছে প্রাণ। মিলল তারই প্রাণ।

সারা বিশ্বে ইনস্টাগ্রাম রিল এখন এক মারণ রোগের মতো ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে এর এতটাই ক্রেজ বেড়ে গেলে যে, ভাইরাল হওয়ার জন্য তারা নিজেদের জীবনের তোয়াক্কা করছে না অন্যদের জীবন নিয়েও করছে না। সদ্য মিলল তারই প্রমাণ।

Latest Videos

নেট দুনিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হাত ধরে হাঁটছে একটি ছেলে ও মেয়ে পিছনে কয়েকজন ছেলে। হঠাৎ দেখা যায় পিছন থেকে একে ধাক্কা মারল একটি গাড়ি। গাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হল সকলে।

এই ভিডিও পোস্ট করেছেন একজন ব্যবহারকারী। তাতে লেখা, ‘রিলের নেশা আফিম আর চরসের চেয়েও মারাত্মক। রিলের চক্করে মানুষ এখন নিজেদের প্রাণের পরোয়াও করছে না। এই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে। দেখুন, কীভাবে কিছু ছেলে মেয়ে রাস্তার মাঝখানে রিল বানাচ্ছিল, আর তখনই পিছন থেকে দ্রুত গতির একটি গাড়ি এসে তাদের ধাক্কা মেরে চলে যায়।’

তারপর তাতে সকলে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, সঠিকই হয়েছে। দেখুন, কমেন্টে সবাই খুশি এবং কেউই তাদের রক্ষা করা উচিক বলে মনে করছে না, কারণ এই রিল দেশটাকে শেষ করে দিয়েছে। সম্মান এবং সংস্কার, যা আমাদের দেশের গৌরব ছিল, তা সব শেষ হয়ে গেছে।

একজন লেখেন, রিল বানানো এখন একটি মারাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে। রিল বানানোর চক্করে যুব সমাজ সবকিছু করতে প্রস্তুত। এমনকি জীবনের ঝুঁকিও নিতে দ্বিধা করছে না। দ্রুত এর থেকে মুক্তি পাওয়া দরকার। যদি শীঘ্রই এর সমাধান না করা হয়, তাহলে পুরো সমাজের কবলে পড়বে।

 

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : উড়িষ্যায় গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দুর
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today