পূর্ব ভারতে বাংলাদেশী জঙ্গীদের আগ্রাসন! অসমে প্রচুর অস্ত্র-সহ গ্রেফতার দুই জঙ্গী

Published : Dec 26, 2024, 12:20 PM IST
 Bangladesh Violence BSF tightens border measures to prevent Bangladeshi infiltration bsm

সংক্ষিপ্ত

অসমে দুই বাংলাদেশী জঙ্গী গ্রেফতার। নাশকতার ছক কষছিল বলে পুলিশের দাবি। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান।

বাংলাদেশ অশান্ত হতেই বাংলা জঙ্গীদের আখড়ায় পরিণত হচ্ছে। এপারে এসে ঘাপটে মেরে বসে সব সময়ের অপেক্ষা করছে কখন হামলা চালানো যায়। ইতিমধ্যেই রাজ্যের বহু জায়গায় তল্লাসি চালিয়ে সন্দেহভাজন একাধিক বাংলাদেশী-কে আটক করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যারা বাংলাদেশের এক সময় নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য। এবার গুয়াহাটি থেকে এই একই সংগঠনের আরও দুই জঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ।

বুধবার এই বিষয়ে অসম পুলিশের স্পেশাল টাস্কফোর্স গুয়াহাটি থেকে এই দুই জঙ্গীকে গ্রেফতার করে জানান, এরা বিরাট নাশকতার ছক কষছিল তা বানচাল করা গেছে।এদের দুজনকে অসমের কোকরাঝাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।এদের একজনের নাম সাব্বির মৃধা অপরজনের নাম আব্দুল জাহির শেখ। সম্প্রতি এদের দলের একাধিক সদস্যকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটক করে জেরা করার পরেই অসমে লুকিয়ে থাকা এই দুই জঙ্গীর নাম প্রকাশ্যে এসেছে। এদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র, কাতুর্জ, গোলা-বারুদ।

এরপরেই প্রসাশনের তরফ থেকে জানানো হয়েছে গোটা পূর্ব ভারত জুড়ে এমনই প্রচুর স্লিপার সেল রয়েছে। অসম পুলিশের মতে শেখ হাসিনা পদত্যাগের পর থেকেই বাংলাদেশ জঙ্গী সংগঠন জোড়ালো হয়েছে। এবং এরা ভারতদের উপর নাষকতার ছক কষে চলেছে ক্রমাগত। একটু নজর এড়িয়ে গেলেই বিরাট হামলা চালাতে পারে এরা।

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব