দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি, শপথ গ্রহণ বৃহস্পতিবার

Published : Feb 19, 2025, 08:21 PM ISTUpdated : Feb 19, 2025, 09:35 PM IST
Rekha Gupta

সংক্ষিপ্ত

দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত বুধবার যাবতীয় জল্পনা-কল্পনার অবসান হল।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা গুপ্তা। বুধবার বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করা হল। আরএসএস-এর পক্ষ থেকে রেখার নাম প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাব মেনে নিয়েছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জয় পাওয়া প্রবেশ ভার্মা দিল্লির উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন বীরেন্দ্র গুপ্তা। বুধবার সন্ধেবেলা বিজেপি দফতরে পরিষদীয় দলের বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক রবিশঙ্কর প্রসাদ, ওম প্রকাশ ধনকড়। তাঁরা এক এক করে সব বিধায়কের সঙ্গে কথা বলে তাঁদের মতামত জেনে নেন। এরপর দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বেলায় শপথ গ্রহণ

দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর রেখাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেখার বাড়ির বাইরে উৎসব শুরু হয়ে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতেই বিজেপি নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হতে চলেছে। দিল্লির মুখ্যসচিবের পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্য মন্ত্রীরাও শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে ৩০,০০০ অতিথি থাকতে পারেন।

প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী রেখা

দিল্লির চতু্র্থ মহিলা মুখ্যমন্ত্রী এবং নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা। তিনি এবারই প্রথম বিধায়ক হয়েছেন। শালিমার বাগ কেন্দ্রে আম আদমি পার্টির বন্দনা কুমারীকে ২৯,৫৯৫ ভোটে হারিয়ে দেন রেখা। তিনি বিজেপি-র পাশাপাশি আরএসএস-এর সঙ্গেও যুক্ত। দিল্লি রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক রেখা। তিনি মহিলা মোর্চার জাতীয় সহ-সভানেত্রী।

দলীয় নেতৃত্বকে ধন্যবাদ রেখার

মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পর 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রেখা লিখেছেন, ‘আমার প্রতি আস্থা রাখার জন্য এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সব শীর্ষস্থানীয় দলীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই আস্থা ও সমর্থন আমাকে নতুন শক্তি ও অনুপ্রেরণা দিচ্ছে। আমি সঙ্কল্প করছি, পূর্ণ সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন, সশক্তিকরণ ও দিল্লির প্রতিটি নাগরিকের কল্যাণের জন্য কাজ করব। দিল্লিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই গুরুত্বপূর্ণ সুযোগের প্রতি আমি পূর্ণ দায়বদ্ধ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মণীষ সিসৌদিয়া কেন হারলেন? দিল্লি বিধানসভা নির্বাচনে ধরাসায়ী হল AAP

'মিথ্যা-লুটপাটের রাজনীতি থামার স্পষ্ট ইঙ্গিত,' দিল্লি-মিল্কিপুরের ফল নিয়ে দাবি যোগীর

'দিল্লি পেরেছে, ২০২৬-এ বাংলাতেও পরিবর্তন হবেই' চরম বার্তা শুভেন্দুর

PREV
click me!

Recommended Stories

২০২৬ সালের ১ জানুয়ারি ২% DA বৃদ্ধি সরকারি কর্মীদের? বড় ঘোষণা করতে পারে এই সরকার
জেনে নিন ১৩ ডিসেম্বর আপনার শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত