ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেয়েছেন। জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হেমন্ত সোরেনকে আজ জামিন দিল হাইকোর্ট।
জমি কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। হেমন্ত সোরেনকে ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির মামলায় অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ৮.৩৬ একর জমি অবৈধভাবে দখল করার এবং এই কেলেঙ্কারির মাধ্যমে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাঁচির বিশেষ আদালতে হাজির করা হয়েছিল হেমন্ত সোরেন-সহ এই মামলার ১১ জন অভিযুক্ত ব্যক্তিকে। ইতিমধ্যেই এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি হওয়ার কথা ১১ জুলাই। তার আগেই হেমন্ত সোরেনের জামিনের আবেদনের ভিত্তিতে তাঁকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।
ইন্ডিয়া জোট শরিক দলের নেতার জামিনের খবর পেয়েই এক্সবার্তায় অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টায় এক বার্তায় তিনি লেখেন, হেমন্ত সোরেন এক আদিবাসী নেতা, যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আমি খুব খুশি এই খবর শুনে। আশা করি খুব শীঘ্রই তিনি জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করবেন। আমাদের মধ্যে হেমন্ত সোরেনকে ফিরে আসার অভিনন্দন জানাই।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর কৌঁসুলি সংবাদসংস্থাকে জানান, সোরেনের জামিন মঞ্জুর হয়েছে। প্রাথমিকভাবে আদালত তাঁর বিরুদ্ধে অপরাধের কোনও প্রমাণ পায়নি। জামিনে থাকাকালীন তিনি আদালতের শর্তে রাজি আছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।