এবারও প্রধানমন্ত্রী মোদীর পোশাক নজরে ২৬ জানুয়ারির প্যারেডে, বিশেষ আকর্ষণীয় লাল পাগড়ি

Published : Jan 26, 2026, 11:15 AM IST

PM Modi's dress code: ভারতের ৭৭তম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে আবারও আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক ও পাগড়ি। দীর্ঘ দিনের ঐতিহ্য বজায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন ভারতীয় পোশাকেই । 

PREV
15
সাধারণতন্ত্র দিবসে মোদী

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে আবারও আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক ও পাগড়ি। দীর্ঘ দিনের ঐতিহ্য বজায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন ভারতীয় পোশাকেই । কর্তব্যপথে মোদীর পোশাক আবারও নজর কেড়েছে দেশবাসীর।

25
নজরে মোদীর পাগড়ি

এবারও নজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাগড়ি। এবার তিনি একটি লালচে রঙের ভারী কাজ পাগড়ি পরেছিলেন। লাল রঙের ওপর সোনালি কাজ করা ছিল। তাতে ছিল সূক্ষ্ম সবুজের ছোঁয়া। তাঁর পাড়গির ভারি কাজ ছিল আকর্ষণীয়। তিনি সাধারণত রাজস্থানী ও গুজরাটি স্টাইলের পাগড়ি পরেন এই বিশেষ দিনগুলিতে। এবারও তার অন্যথা হয়নি।

35
মোদীর পোশাক

২৬ জানুয়ারি কর্তব্যপথের প্যারেডে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী একটি নেভিব্লু নীল রঙের ফুলহাতা কুর্তা আর ওপরে হাতকাটা হালকা নীল রঙের একটি জ্যাকেট পরেছিলেন। সঙ্গে ছিল চুড়িদার স্টাইলের ট্রাউজার্স। কালো রঙের একটি ফর্মাল জুতো পরেছিলেন। যা ভারতীয় ঐতিহ্য তুলে ধরেছিল।

45
মোদীর নজরে ভারতীয় ঐতিহ্য

প্রতাজন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত এমন পোশাকই পরে থাকেন। ২০১৫ সালে তিনি প্রথমবার ২৬ জানুয়ারি প্যারেডে আসার পরথেকেই সেই ঐতিহ্য বাজায় রেখেছেন। প্রত্যেক বছরই এই বিশেষ দিনে তাঁর রঙিন পাগড়ি নজর কাড়ে। এবারও তাঁর অন্যথা হয়নি।

55
প্রজাতন্ত্র দিবসের প্যারেড

প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য প্যারেড এবার কর্তব্যপথে। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই ইউরোপীয় নেতারা ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories