Retirement Age Hike: দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, আর ৫৮-তে অবসর নয়, বাড়ছে রিটায়ারমেন্টের বয়স

Published : Apr 21, 2025, 04:19 PM IST

রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৫৮ থেকে ৫৯ বছর করার সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর মন্তব্য অনুযায়ী, অবসরের বয়স পরিবর্তন সংক্রান্ত সুপারিশ জমা পড়েছে এবং ডাক্তার, আইপিএস, অধ্যাপকদের সাথে বৈষম্যতা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

PREV
110

দারুণ খবর এল রাজ্য সরকারি কর্মীদের জন্য। বাড়ছে অবসরের বয়স। কপাল খুলবে লক্ষ লক্ষ কর্মীদের (employees)।

210

সদ্য প্রকাশ্যে এল চমকপ্রদ খবর। শোনা যাচ্ছে, এবার বাড়বে অবসরের বয়স (Retirement Age)। রাজ্য সরকারি কর্মীরা পাবেন এই সুবিধা।

410

শোনা যাচ্ছে, আর ৫৮-তে অবসর হবে না। এবার থেকে অবসরের বয়স বেড়ে হতে চলেছে ৫৯ বছর।

510

সদ্য এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অবসরের বয়স পরিবর্তন হতে চলেছে। এই নিয়ে সুপারিশ জমা পড়েছে।

610

বর্তমানে ডাক্তার, আইপিএস এবং অধ্যাপকদের অবসরের বয়স ৬০। সেখানে সরকারি কর্মীদের অবসরের বয়স ৫৪। এবার তা পরিবর্তন হতে চলেছে।

710

অবসরের বয়স নিয়ে বৈষম্যতা দূর করতেই সরকার এই নতুন সিদ্ধান্ত নিতে চলেছে।

810

অবসর গ্রহণের বয়স নিয়ে নয়া সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সিদ্ধান্ত নিল হিমাচল প্রদেশ সরকার।

910

অবসর গ্রহণের বয়স নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মুকশ অগ্নিহোত্রীর সভাপতিত্বে একটি বিশেষ মোবিলাইজেশন গঠিত হয়েছে।

1010

শীঘ্রই বদল হবে নিয়ম। অবসরের বয়স হতে চলেছে ৫৯ বছর।

click me!

Recommended Stories