১ মে থেকে বদল হচ্ছে নিয়ম, টোল ট্যাক্স কেটে নেওয়া হবে এই বিশেষ পদ্ধতিতে

Published : Apr 21, 2025, 02:59 PM ISTUpdated : Apr 21, 2025, 05:10 PM IST

New Rule From 1st May 2025: ১ মে থেকে টোল প্লাজায় ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টোল দেওয়া যাবে। এই নতুন নিয়ম ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করবে এবং নগদ টাকার ব্যবহার কমাতে সাহায্য করবে। FASTag ব্যবস্থাও অব্যাহত থাকবে।

PREV
110

বদল হতে চলেছে নতুন নিয়ম। ১ মে থেকে বদল হচ্ছে টোল (Toll) দেওয়ার নিয়ম।

210

এবার থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হবে টাকা।

310

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ঘোষণা করেছে যে সারা দেশের টোল প্লাজাগুলো যাত্রীদের ডেবিট ও ক্রেডিট কার্ড (Credit Card) থেকে সরাসরি কেটে নেওয়া হবে।

410

১ মে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। যে নিয়ম ভারতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ডিজিটাইজেশন এবং কেশলেস ভারত গঠনের দিকে।

510

এদিন টোল ট্যাক্স (Toll Tax) দিতে নগদ টাকা গিতে হত সকল চালককে।

610

এবার থেকে আর নগদ (Cash) টাকা নয়। বরং টোল ট্যাক্স দিতে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।

710

FASTag সিস্টেম অব্যাহত থাকবে তবে উন্নতির খাতিরে এই নয়া পদ্ধতি চালু হতে চলেছে।

810

টোল সংগ্রহে স্বচ্ছতা আনতে, বুথে ম্যানুয়াল হস্তক্ষেপ কমাতে এমন পদ্ধতি মেনে নেওয়া হচ্ছে।

910

এই সিস্টেমটি আপনার গাড়ির নম্বর সনাক্ত করবে, লিঙ্ক করা কার্ড যাচাই করবে এবং স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেবে।

1010

১ মে থেকে চালু হচ্ছে এই নিয়ম। এবার থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হবে টাকা।

click me!

Recommended Stories