পাক্কা ২ বছর বেড়ে গেল অবসরের বয়স! এবার ৬২তে মিলবে রিটায়ারমেন্ট, পেনশনেও এল বড় বদল

Published : Jan 25, 2025, 08:51 AM ISTUpdated : Jan 25, 2025, 11:38 AM IST

পাক্কা ২ বছর বেড়ে গেল অবসরের বয়স! এবার ৬২তে মিলবে রিটায়ারমেন্ট, পেনশনেও এল বড় বদল

PREV
111

বেড়ে যাচ্ছে অবসরের বয়স এখন আর ৬০-এ নয় রিটারমেন্ট। এবার অবসর মিলবে আরও পাক্কা ২ বছর পরে। এবার দারুণ চমক পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

211

এবার অবসরের বয়স বেড়ে গিয়ে হল ৬২ বছর। বিশেষ করে স্বাস্থ্য সেবা ও শিক্ষা বিভাগে এই নতুন বয়সে অবসর কার্যকর হয়েছে। খুব তাড়াতাড়ি এই বিভাগে অবসর ৬২-তে হবে।

311

জানা গিয়েছে এবার দ্রুত মিলবে বকেয়া ও গ্র্যাচুয়িটি। অবসরের পর আর বেশিদিন অপেক্ষা করা যাবে না, অত্যন্ত তাড়াতাড়ি চালু হয়ে যাবে পেনশন।

411

আরও ২ বছর  কর্মজীবন বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের। এই সব নিয়ম চালু হলে পেনশনেও মোটা টাকা মিলবে। আগের মতো পেনশন পেতে আর দেরি হবে না সরকারি কর্মীদের। এমনই ঘোষণা হতে পারে।

511

এবার পেনশন পেতে আর দেরি হবে না কারও। অবসরের সঙ্গে সঙ্গে মিলবে পেনশনের টাকা।  এ ছাড়াও অবসর নিতেও আরও ২ বছর বেশি সময় লাগবে। ফলত পেনশনের টাকাও কিছুটা বাড়বে বলে জানা গিয়েছে।

611

এবার যে বয়সে অবসর নেওয়ার তারও পাক্কা ২ বছর পরে মিলবে অবসর। আরও ২ বছর বেড়ে গেল কর্মজীবন। ৬২ বছরে হবে রিটায়ারমেন্ট।

711

খুব তাড়াতাড়ি মিলবে পেনশনের টাকা। অতি দ্রুত এই প্রকল্প বায়স্তবায়ন করার পথে রয়েছে কেন্দ্র।

811

বহুদিন ধরেই সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর নিয়ে হাজির কেন্দ্র। বছর শুরু হতেই মিলেছে ডিএ ।

911

কেন্দ্রের হাঁটা পথেই ডিএ বাড়িয়েছে বেশ কিছু রাজ্য। দাই ডিএ নিয়ে ক্ষোভ অনেকটাই কমেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

1011

তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে তাড়াতাড়ি বাড়তে পারে ডিএ বলে মনে করা যাচ্ছে।

1111

তবে কবে ডিএ বাড়বে তা নিয়ে কোনও স্পষ্ট ধারনা এখনও পাননি সরকারি কর্মীরা। এর মধ্যেই অবসরের বয়স ৬০ থেকে ৬২ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার।

click me!

Recommended Stories