প্রায় ২০০ % বাড়ছে বেসিক স্যালারি ও পেনশন, অষ্টম পে কমিশন নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য

অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে মোদী সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৭ হলে বেতন ও পেনশন ২০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
Sayanita Chakraborty | N/A | Published : Jan 25, 2025 7:52 AM
110

সদ্য মোদী সরকার ঘোষণা করেছেন অষ্টম পে কমিশন গঠনের কথা। রেলমন্ত্রী জানান যে শীঘ্রই গঠিত হবে অষ্টম পে কমিশন।

210

অষ্টম পে কমিশন গঠিত হলে যে সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি পাবে তা কারও অজানা নয়। তবে, ঠিক কত শতাংশ বেতন ও পেনশন বাড়বে তা শুনলে চমকে যাবেন।

310

প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৬ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল। সে সময় বেসিক বেতন হয় ১৮ হাজার ও ন্যূনতম পেনশন হয় ৯ হাজার।

410

এবার এক ধাক্কায় ২০০ শতাংশ বাড়বে বেসিক স্যালারি ও পেনশন। হিসেব বলছে এমনটাই।

510

অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট হতে পারে ২.৮৭। তাহলে অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন হতে পারে ২৫,৭৪০ টাকা। যা ছিল ৯ হাজার। অর্থাৎ বাড়বে ১৮৬ শতাংশ।

610

তেমনই অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট যদি হয় ২.৮৭ তাহলে বেসিক স্যালারি হবে ৫১,৬০০।

710

বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের বেসিক ১৮ হাজার। তা বেড়ে হবে ৫১,৬০০। অর্থাৎ ১৮৬.৬৬ শতাংশ বাড়বে বেতন।

810

তবে, এই বিষয় সরকারের পক্ষ থেকে সঠিক কোনও তথ্য আসেনিয অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্ট ২.৮৭ করার দাবি উঠেছে।

910

আপাতত জানানো হয়েছে অষ্টম পে কমিশন গঠিত হবে। তবে, তার চেয়ারম্যান কে হবে তা জানানো হয়নি।

1010

তবে, অষ্টম পে কমিশনে ঘোষণা করায় বিভিন্ন সংগঠন মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos