ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম ১০ জনের মধ্যে পাঁচ জনই উত্তর পূর্ব ভারতের। জানুন মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ও আরও অনেক কিছু।
ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষ রয়েছেন জগান রেড্ডি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিকের জারি করা তালিকায় দেশের ধনী ১০ মুখ্যমন্ত্রীর তালিকায় পাঁচ উত্তর-পর্ব ভারতের প্রতিনিধি। তারমধ্যে সবথেকে ধনী হলেন সীমান্তবর্তী রাজ্য অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর সম্মতির পরিমাণ ১৬৩.৩৮ কোটি টাকা। রাজ্য ও কেন্দ্রয় শাাসিত অঞ্চলের ৩০ জন বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ ও ভোটের হলফনামায় দাখিল করা তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে বলেও জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক। এই তালিকায় রয়েথে দেশের ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাদের সঙ্গেই রয়েছে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরাও।
উত্তর পূর্ব ভারতের ধনী মুখ্যমন্ত্রীর তালিকা
প্রথমেই রয়েছে পেমা খান্ডু, অরুনাচলের মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩.৩৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফুই রিও। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৬.৯৫ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা- সম্পত্তির পরিমাণ ১৭. ২৭ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা- ১৩.৯০ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি।
সবথেকে ধনী
৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে ধনী হলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা। সবথেকে গরীম মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫. ৩৮ লক্ষ। তাঁর ওপরের স্থানে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পদ এক কোটি ১৮ লক্ষ।
ফৌজদারি মামলা
দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। যারমধ্যে অজামিনযোগ্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এমন মামলাও দায়ের করা হয়েছে । তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা. বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা-সহ ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে রয়েছে ৪৭টি মামলা। অন্ধ্রের জাগন রেড্ডির বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
৩০ মুখ্যমন্ত্রীর মধ্যে ১১ জন স্থাতক। ৯ জনেক স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তবে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ক্লাস ১০ পাস। ১২ ক্লাস পর্যন্ত পড়েছেন পঞ্জাবের ভগবন্ত মান, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ও কেরলের পিনারাই বিজয়ন।
আরও পড়ুনঃ
'সরাসরি রাজনীতিতে আসুন', আদালতে অভিষেকের নাম নিতেই অভিজিৎ গঙ্গোপাধ্য়াকে আক্রমণ কুণালের
Defamation Case: 'মোদী পদবী' মামলায় সর্বোচ্চ সাজা অন্যায্য, পাল্টা রাফাল-কথা টানল বিরোধী পক্ষ
নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে কে বেশি ধনী? জানুন দুজনের মোট সম্পদের পরিমাণ