এমআই ১৭-র মতো অত্যাধুনিক হেলিকপ্টার ভেঙে পড়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দুর্ঘটনা কারণ নিয়ে একাধিক দাবি সামনেও এসেছে। তবে, মনে করা হচ্ছে কোনওভাবে হয়তো হেলিকপ্টারের সামনে মেঘ অথবা কুয়াশা চলে এসেছিল। যার জেরে এই দুর্ঘটনা বলেও অনেক প্রাক্তন বায়ুসেনা কর্মী দাবি করছেন।
বুধবারা তামিলনাড়ুর চপার দুর্ঘনায় মারা গেলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rwat)। ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) পক্ষ থেকে জানান হয়েছে কপ্টার দুর্ঘটনায় (Chopper Crash) সিডিএস বিপিন রাওয়াতসহ ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বিপিন রাওয়াতের সঙ্গে ভারতীয় বায়ু সেনার বিমানে ছিলেন তাঁর স্ত্রীও। তিনিও মারা গেছেন বলে জানিয়েছেন বায়ু সেনা। নীলগিরির জঙ্গলে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বায়ু সেনার এমআই -১৭ হেলিপক্টারটি। বিপিন রাওয়াতই হলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়।
বায়ু সেনার পক্ষ থেকে জানান হয়েছে, চপার দুর্ঘটনায় একমাত্র জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেনকে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁর চিকিৎসা চলছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বিমান বাহিনী বলেছে, গভীর দুঃখের সঙ্গে জানান হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। সঙ্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
চপারে মোট ১৪ জন যাত্রী ছিল।
সেনা সূত্রের খবর দগ্ধ অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের চিকিৎসা চলছে ওয়েলিংটনের সামরিক হাসাতালে। হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ের সুলুর বিমান ঘাঁটি থেকে ওয়েলিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুপুর ১১টা ৪৫ মিনিটে টেকঅফ করেছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুপুর ২টো নাগাদ বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কথা জানান হয়েছিল।
সেনা সূত্রে জানান হয়েছে জেনারেল বিপিন রাওয়াতের এদিন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে ফ্যাকাল্টি ও ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যেই তিনি রওনা দিয়েছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিপিন রাওয়াতের প্রয়ানে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ও রাজনাথ সিং জানিয়েছেন বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশের অপুরনীয় ক্ষতি হল।
বুধবার দুপুর ১২টা নাগাদ তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে বলে বিপিন রাওয়াতের হেলিকপ্টার এমআই-১৭। এই চপারে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা। তাঁর অবস্থা সম্পর্কেও এখনও পর্যন্ত কিছু জানায়নি প্রশাসন। তবে বিশেষজ্ঞদের মতে হেলিকপ্টারটি যেভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তাতে যেকোনও মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অত্যান্ত কম। অন্যদিকে এদিন রাজনাথ সিং বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে যান। সেখানে রয়েছে তাঁর এক মেয়ে। রাওয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। বিপিন রাওয়াতের আরও এক মেয়ে থাকেন মুম্বইতে। সূত্রের খবর তিনিও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে দিল্লিতে বিপিন রাওয়াতের বাড়িতে আসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত। তিনিও কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার পরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা ঘটনা তাঁকে জানান। তিনি কথা বলেন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও। সেনা প্রধান এমএম নারাভাবেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করে তাঁকে বিস্তারিত তথ্য দেন। অন্যদিকে এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। ভারতীয় বায়ু সেনার চপার দুর্ঘটনা নিয়ে এদিনও সংসদে বিবৃতি দেওয়ার কথা ছিল রাজনাথ সিং-এর। কিন্তু সূত্রের খবর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি সংসদে বিবৃতি দেবেন।
বিস্তারিত আসছে