'ভারতের পরিস্থিতি ভাল নয়, তাই সন্তানদের আমি বিদেশেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছি।' লালুপ্রসাদ যাদবের অনুচরের এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি।
মোদি জমানায় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক ওঠে বার বার। কিন্তু নেতা হয়ে দেশের নিন্দা একেবারেই বিরলতম ঘটনা।এইবার সেইরকম ঘটনা ঘটিয়েই খবরের শিরোনামে আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকি । সম্প্রতি তিনি বলেন, 'ভারতের পরিস্থিতি ভাল নয়, তাই সন্তানদের আমি বিদেশেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছি।' লালুপ্রসাদ যাদবের অনুচরের এই মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি। পালটা তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিজেপি নেতারা।
আরজেডির এই প্রবীণ নেতা সম্প্রতি জানিয়েছেন যে তাঁর দুই সন্তানই বিদেশে থাকেন। ছেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আর মেয়েও পড়াশোনার সূত্রে থাকেন লন্ডনে। তিনি নাকি দুই সন্তানকে দেশে না ফিরে বিদেশেই কাজ খুঁজে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ হিসেবে যুক্তি দিয়েছেন যে দেশের পরিস্থিতি ভালো না। তিনি কি করোনা পরিস্থিতির কথা বলছেন নাকি অন্যান্য রাজনৈতিক , অর্থনৈতিক পরিস্থিতির কথা বলছেন তা স্পষ্ট নয় এখনও। তবে তেজস্বী যাদবের দল আরজেডি-র ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আব্দুল বারি সিদ্দিকির এই মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি।
সিদ্দিকির মন্তব্যের বিরোধিতা করে বিহার বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেন, “সিদ্দিকি মন্তব্য ভারত বিরোধী। তিনি যদি দমবন্ধ অবস্থা অনুভব করেন, তাহলে তাঁর উচিত এখানে রাজনৈতিক নেতা হিসাবে যে সব সুযোগ সুবিধা ভোগ করেন তা ছেড়ে দিয়ে পাকিস্তানে চলে যাওয়া। এই কাজে কেউ তাঁকে বাধা দেবে না।” প্রসঙ্গত, সিদ্দিকে তেজস্বীর বাবা লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। প্রবীণ সংখ্যালঘু নেতার মুখে এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি দেশবাসী