ভারতে এবার বিএফ.৭ আতঙ্ক, করোনা পরীক্ষা না করে ঢোকা যাবে না তাজমহলে

তাজমহলে ঢোকার আগেই প্রত্যেক দর্শনার্থীকে করতে হবে কোভিড পরীক্ষা। কারুর যদি কোভিড পরীক্ষার রিপোর্ট না থাকে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না পৃথিবীর সপ্তম আশ্চর্যে।

 

করোনার নয়া উপরূপ ‘বিএফ.৭’-এর দাপাদাপিতে যথেষ্ট চিন্তিত মোদী সরকার। বিভিন্ন রাজ্যে করোনা মোকাবিলায় নানা পদক্ষেপ জারি করা হয়েছে ইতিমধ্যেই দিয়। এই আবহে এ বার তাজমহলে দর্শনার্থীদের জন্য চালু হলো নয়া কোভিড নিয়ম।

তাজমহলে ঢোকার আগেই প্রত্যেক দর্শনার্থীকে করতে হবে কোভিড পরীক্ষা। কারুর যদি কোভিড পরীক্ষার রিপোর্ট না থাকে তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না পৃথিবীর সপ্তম আশ্চর্যে। নতুন করে যাতে সংক্রমণ আর না ছড়ায় সেকারণেই এমন করা বিধিনিষেধ জারি তাজমহল কর্তৃপক্ষের।

Latest Videos

এই প্রসঙ্গে আগরার জেলা স্বাস্থ্য তথ্য আধিকারিক অনিল সতসাঙ্গি বলেছেন, ‘‘সংক্রমণ রুখতে করোনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।’’

দেশ-বিদেশের বহু মানুষ রোজ তাজমহল দর্শন করতে ভিড় জমান। সেই ভিড়ে ভারতের সঙ্গে সঙ্গে থাকে প্রতিবেশী রাষ্ট্র চিন সহ বেশ কয়েকটি দেশের মানুষ। আর চিনে যে হারে নয়া ভেরিয়েন্ট বিএফ ৭ এর সংক্রমণ বাড়ছে তাতে সেই সংক্রমণ পর্যটকদের মাধ্যমে ভারতে আসার সম্ভাবনাকেও উড়িয়ে দিতে পারছে না কর্তৃপক্ষ। ভারতে এখনও পর্যন্ত মোট ৪ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার নয়া উপরূপ।এটি যাতে সারা দেশে ছড়িয়ে না পরে সেই চেষ্টায় ব্রতী ভারত সরকার থেকে তাজমহল কর্তৃপক্ষ সকলেই।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র