করোনা মোকাবিলা থেকে এপিএমসি, প্রথম বৈঠকেই বিরাট সিদ্ধান্ত নিল নয়া মন্ত্রিসভা

Published : Jul 08, 2021, 07:55 PM IST
করোনা মোকাবিলা থেকে এপিএমসি, প্রথম বৈঠকেই বিরাট সিদ্ধান্ত নিল নয়া মন্ত্রিসভা

সংক্ষিপ্ত

বুধ সন্ধ্যায় হয়েছে মোদী মন্ত্রিসভার রদবদল। পরদিনই বৈঠক মন্ত্রিসভার দারুণ সিদ্ধান্ত নিল নতুন মন্ত্রিসভা একটি কৃষকদের স্বার্থে, অন্যটি কোভিড নিয়ে

 বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ এবং রদবদল ঘটেছে। বৃহস্পতিবারই, নতুন চেহারার

মোদী মন্ত্রীসভার প্রথম বৈঠক ছিল। আর, প্রথম বৈঠকেই বিরাট দুটি সিদ্ধান্ত নিল নতুন মন্ত্রিসভা। এদিন

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ

ঠাকুর এবং মন্ত্রিসভায় আরও এক নতুন মুখ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। অনুরাগ ঠাকুর জানিয়েছেন,

কৃষিক্ষেত্র ও কৃষিকাজ এবং কোভিড মোকাবিলা নিয়ে এদিন দু-দুটি বিরাট সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা।

অনুরাগ ঠাকুর জানান, গত বছর এপিএমসি, অর্থাৎ কৃষিপণ্য বিক্রয়কেন্দ্রগুলির পরিকাঠামো শক্তিশালী

করার বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী মন্ত্রিসভা এদিন এপিএমসিগুলির

পরিকাঠামোর উন্নয়ন প্রকল্পে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং

তোমর জানান, মোদী সরকার নারকেল চাষীদের সহায়তায় করতে চাই। সেই কারণে নারকেল উন্নয়ন

বোর্ডের প্রধান নির্বাহী আধিকারিক একজন কৃষককেই করা হবে, বলে সিদ্ধান্ত নেওয়া হয়ে। তিনি আরও

জানান, সরকার কৃষকদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। এপিএমসিগুলি ভেঙে ফেলা হবে না। তিন

শতাংশ ছাড়-সহ দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে কৃষকদের বলেছিলেন।কৃষি আইন বাতিল করা বাদে

সরকার কৃষকদের সঙ্গে অন্য সব বিষয় নিয়ে আলোচনায় রাজি। অন্য কোনও সমাধান সূত্র খুঁজতে পারে দুই

পক্ষ।

অন্যদিকে কোভিড মোকাবিলার জন্যও বিরাট সিদ্ধান্ত নিয়েছে নয়া মন্ত্রিসভা। কোভিড-১৯ মহামারির

মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া হিসাবে এদিন কেন্দ্রীয় সরকার ২৩, ১২৩ কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত বছর, কোভিড পরীক্ষার মতো স্বাস্থ্যগত পপরিকাঠামো তৈরি করতে রাজ্যগুলিকেো

১৫,০০০ কোটি টাকা সরবরাহ করা হয়েছিল। এখন কোভিডের বিরুদ্ধে যে কোনও ভবিষ্যতের লড়াইয়ের

জন্য জরুরি ভিত্তিতে  প্রতিক্রিয়াটির জন্ প্রথম প্যাকেজটি ছিল ১৫,০০০ কোটি রুপি This মনসুখ

মন্দাভিয়া বলেছেন, এবং কেন্দ্র থেকে ১৫,০০০ কোটি টাকা রয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত