Government Schemes: মে মাস থেকে বদলাচ্ছে সরকারি সুবিধা পাওয়ার নিয়ম। চার চাকা গাড়ি, এসি থাকলে মিলবে না সুবিধা। KYC, প্যান কার্ড ও আয়কর রেকর্ডের ভিত্তিতে আর্থিকভাবে দুর্বলদের সুবিধা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
দেশবাসীদের জন্য বিরাট খবর। এবার মে মাস থেকে বদল হচ্ছে নিয়ম (Rules)।
212
এবার থেকে আর সকলে পাবেন না সরকারি (government) সুবিধা। এবার থেকে শুধুমাত্র এই শ্রেণীর মানুষেরা পাবেন সরকারি সুবিধা।
312
সারা দেশজুড়ে চালু আছে বিভিন্ন স্কিম (Government Scheme)। এই তালিকায় আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, গণবন্টন ব্যবস্থা (PDS), জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি।
তালিকায় আছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, কৃষকদের জন্য সরাসরি সুবিধা স্থানান্তর ।
512
এবার থেকে এই সকল (Government Scheme) সুবিধা থেকে বাদ যাবেন অনেকে। দেখে নিন কারা বাদ পড়বেন।
612
নতুন নিয়ম অনুসারে, যাদের চার চাকা গাড়ি (Car) আছে এবং বাড়িতে এসি (AC) আছে তারা সুবিধা পাবেন না।
712
যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC জমা আছে তারাই কেবল পাবেন সুবিধা।
812
তেমনই প্যান কার্ড (Pan Card) এবং আয়কর রেকর্ডের সঙ্গে ক্রস চেক করা হবে সকল গ্রাহকদের। এরপর নির্দিষ্ট আয় সীমা নীচের যারা আছেন তারা পাবেন এই সুবিধা।
912
আধার, প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সংযোগ না করা হলে পাবেন না আর সুবিধা।
1012
ভুয়া নথি (Documents) যাদের জমা দেওয়া আছে তারা বাদ যেতে চলেছেন এই তালিকা থেকে।
1112
মে মাস থেকে বদল হতে চলেছে এই নিয়ম। এবার শুরু হবে ভেরিফিকেশন (Verification)। আর তাতেই বাদ পড়তে চলেছেন অনেকে।
1212
এবার থেকে কেবল মাত্র আর্থিক ভাবে দুর্বল যারা তারাই পাবেন এই সকল সরকারি স্কিমের (Government Scheme) সুবিধা। নইলে মিলবে না টাকা।